করণ জোহর সম্প্রতি সিনেমা হলগুলিতে বিক্রি হওয়া খাবারের দাম বাড়িয়ে দেওয়া নিয়ে কথা বলেছেন। চলচ্চিত্র নির্মাতা মনে করেন, ভারতীয় পরিবারগুলি আর সিনেমা হলে যেতে পছন্দ করে না কারণ, তারা তাদের বাচ্চাদের জন্য পপকর্ন কেনার সামর্থ্য হারিয়েছেন এই দামবৃদ্ধির কারণে। দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়াকেদেওয়া একটি সাক্ষাৎকারে করণ জোহরকে ♉বলতে শোনা যায়, দর্শক সিনেমা-থিয়েটারের পরিবর্তে, আজকাল রেস্তোরাঁয় যেতে পছন্দ করছে।
প্রেক্ষাগৃহে খাবারের দাম বাড়ানো নিয়ে যা বললেন করণ জোহর
সিনেমা দ🌺েখার সময় সেখানে খাবারের দাম নিয়ে সমস্যায় পড়া সাধারণ মানুষের কথা বলতে গিয়ে করণ বলেন, ‘তারা (কোনো একটি সমীক্ষা) ১০০ টি বাড়িতে গিয়েছিল এবং সেই ১০০ টি বাড়ির মধ্যে ৯০ জন বলেছিল যে তারা বছরে মাত্র দুটি সিনেমা দেখে (প্রেক্ষাগৃহে)। এই গোষ্ঠী আমাদের দর্শকদের একটা বড় অংশ। তাঁদের রোজ হলে যাওয়ার সামর্থ্য নেই। দীপাবলিতে বা স্ত্রী ২-র মতো ছবির কথা শুনলে, এরা হলে আসে।’
‘পরিবারিক সদস্যরা বলেছেন যে, তাঁরা সিনেমা হলে যেতে পছন্দ করেন না কারণ বাচ্চারা যখন বলে যে সেখান থেকে পপকর্ন বা কোনও অন💞্য খাবার কিনে দিতে, তখন তাদের অস্বীকার করতে খারাপ লাগে। সেই টাকা খরচ করে তাঁরা একটি রেস্তোরাঁয় খেতে যেতে ইচ্ছুক। যেখানে তাঁদের আর সিনেমার টিকিটেরজন্য টাকা দিতে হচ্ছে না। খাবারের খরচই দিচ্ছেন শুধু।’, নিজের বক্তব্যে জুড়েছেন পরিচালক-প্রযোজক।
সঙ্গে জানান, ‘তারা বলল, 'আমাদের বাচ্চা অঙুল দেখিয়ে বলবে, সে ক্যারামেল পপকর্ন চায়, কিন্তু আমাদের তা কেনার সামর্থ্য নেই'। কারণ চারজনের পরিবারের এতে গড় খরচ হতে পারে ১০ হাজার টাকা। আর ওই ১০ হাজার টাকা হয়তো ত𝄹াদের অর্থনৈ🌸তিক পরিকল্পনায় একেবারেই নেই।’
করণ জোহরের বলিউড কেরিয়ার
কুছ কুছ হোতা হ্যায়' দিয়ে বলিউডে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন করণ জোহর। পরে তিনি কাভি খুশি কভি গম, কাল হো না হো, কাভি আলবিদা না কহেনা, মাই নেম ইজ খান, স্টুডেন্ট অফ দ্য ইয়ার, অ্যায় দিল হ্যায় মুশকিল এবং রকি অউর রানি কি প্রে💜ম কাহানির মতো সিনেমা পরিচালনা করেছেন।
করণ জোহরের আসন্ন প্রজেক্টগুলি করণ
করণ বর্তমানে প্রযোজনা করছেন কোরাতালা শিবার ‘দেবারা: পার্ট ১’। একই সঙ্গে আলিয়া ভাটের 'ইটারনাল সানশাইন প্রোডাকশন'-এর সঙ্গে 'জিগরা'-ও প্রযোজনা করছেন তিনি। ভাসান বালা পরিচালিত এই ছবিতে আরও অভিনয় করেছেন বেদাং রায়না, মনﷺোজ পাহওয়া, আদিত্য নন্দা এবং রাহুল রবীন্দ্রন।