৩০ সেপ্টেম্বর মুক্তি পেয়েছিল একগুচ্ছ ছবি꧋। এক দিকে ছিল হৃতিক রোশন এবং সইফ আলি খানের 'বিক্রম বেদা'। অন্য দিকে পুজোর মরশুমে ভালো ব্যবসার আশা নিয়ে পসরা সাজিয়ে বসেছিল টলিউডও। 'কর্ণসুবর্ণের গুপ্তধন', 'কাছের মানুষ', 'বৌদি ক্যান্টিন' এবং 'মিশন এভারেস্ট'-এর মতো চারটি বাংলা ছবি আসে প্রেক্ষাগৃহে। দেব, আবীর চট্টোপাধ্যায়, প্রসেনজিৎ চট্ট🌱োপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়— প্রায় প্রতিটি ছবিতেই দেখা গিয়েছিল ইন্ডাস্ট্রির তাবড় সব তারকাদের। কিন্তু বক্স অফিসের দৌড়ে এগিয়ে থাকল কে? মুক্তির এক সপ্তাহ পর কার ভাঁড়ারে এল কত? জেনে নেওয়া যাক।
প্রথম দিন থেকেই টিকিট বিক্রির নিরিখে সবার চেয়ে এগিয়েছিল 'সোনাদা'। এক সপ্তাহ পরেও সেই চিত্রে কোনও বদল নেই। পুজোয় 'গুপ্তধন'-এর সন্ধানে প্রেক্ষাগৃহে ভিড় জমিয়েছে দর্শক। সেই উন্মাদনার প্রতিফলন ছবির আয়েও। এখনও পর্যন্ত প্রায় সাড়ে পাঁচ কোটির ব্যবসা করেছে ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত এই ছবি। চলতি বছরে 'বেলাশুরু', 'অপ🎀রাজিত' সাফল্যের মুখ দেখলেও ব্যবসার নিরিখে তাদের ছাপিয়ে গিয়েছে 'কর্ণসুবর্ণের গুপ্তধন'। এমনটাই জানিয়েছেন কলকাতার এক বিশিষ্ট বাণিজ্য বিশেষজ্ঞ।
দেব এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত 'কাছের মানুষ' নিয়েও প্রত্যাশা ছিল আকাশছোঁয়া। বাংলার দুই সুপারস্টারের যুগলবন্দি যে বক্স অফিসে ঝড় তুলবে, তেমন ভাবাই তো স্বাভাবিক! তবে ভাবনার সঙ্গে বাস্তব মিলল না। বিগত সাত দিনে ১ কোটি ২০ লক্ষ মতো𒁏 আয় করেছে পথিকৃৎ বসু পরিচালিত ছবিটি। পুজোর মরশুমে যা 🍨বিশেষ উল্লেখযোগ্য নয় বলেই মনে করছেন বাণিজ্য বিশেজ্ঞরা।
আয়ের নিরিখে এই দুই😼 ছবির থেকে কয়েক যোজন পিছিয়ে 'বৌদি ক্যান্টিন'। বক্স অফিসে ২০-২৫ লাখের ব্যবসা করেছে শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনীত ছবিটি।
বাংলা ছবি তো বটেই, পুজোয় হিন্দি ছবি দেখতেও হলমুখী হয়েছে দর্শক। আর সেই সুবাদেই বাংলা থেকে 'বিক্রম বেদা'র ভাঁড়ারে এসেছে প্রায় সাড়ে চার কোটি টাকা। অর্থাৎ দেব-🤡প্রসেনজিতের জুটিকে অনায়াসেই টেক্কা দিয়েছে হৃতিক-সইফের যুগলবন্দি।
এই ছবিগুলির সঙ্গেই মুক্তি পেয়েছিল মনি রত্নমের 'পোন্নিয়িন সেলভান ১'। সারা দেশ জুড়ে তো বটেই, বাংলাতেও উল্লেখযোগ্য ব্যবসা করেছে🐼 ছবিটি। পুজোর সপ্তাহের আয়ের অঙ্ক 🍸দাঁড়িয়েছে ৯০ লক্ষের কাছাকাছি।