'যা কিছু আমাদের এই মুহূর্ত পর্যন্ত নিয়ে এসেছে সেইসবের জন্য কেবল ভালবাসা ও কৃতজ্ঞতা রয়েছে আমাদের মনে। আমাদের একসঙ্গে♑ চলার এই নতুন পথে আপনাদের সকলের ভালবাসা ও আশীর্বাদ চাইছি।' বিয়ের পর্ব মেটবার পর সোশ্যাল মিডিয়ার দেওয়ালে ঠিক একথা লিখেই নতুন ইনিংস শুরুর ঘোষণা করেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। যোধপুরের সোয়াই মাধোপুরের পড়ন্ত সূর্যকে সাক্ষী রেখে নতুন জীবনের পথে পা বাড়ালেন এই তারকা জুটি।&n🌊bsp;
বিয়ের দিন কেমন সাজবেন মিঁয়া-বিবি? সেই তো তুমুল চর্চা চলছিলই সোশ্যাল মিডিয়ায়। কনের সাজে ক্যাটরিনাকে থেকে কার্যত থমকে গেল ভক্তদের হৃদয়। কথꦕামতোই এদিন বাঙালি ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের জারদৌসি কাজ করা মটকা সিল্কের লাল লেহেঙ্গায় সেজেছিলেন ক্যাটরিনা কাইফ। বর বেশে ভিকিও সামনে এ🅠লেন সব্যসাচীর পোশাকেই।
ক্যাটরিনার সাজ মুগ্ধ করছে সকলকে। তবে জানেন কি সেই সাজের খুঁটিনাটি নিজে খতিয়ে দেখেছেন ক্যাট। পঞ্জাবি বাড়ির বউমা হলেন এই ব্রিটিশ অভিনেত্রী। তবে শ্বশুরবাড়ির ঐতিহ্য আর পরম্পরাকে নিজের বিয়ের সাজে সবচেয়ে গুরুত্ব দিয়েছেন ক্যাটরিনা। অভিনেত্রীর হাতের সাবেকি চূড়া, কলিরে (পঞ্জাবি কনেরা হাতে পরেন এমন অলঙ্কার) সবার চোখ টেনেছে। পিঙ্কভিলা সূত্রে খবর🌄, ক্যাটরিনার হাতের কলিরে বিশেষভাবে ডিজাইন করেছেন রাহুল লুথরা এবং মৃণালিনী চন্দ্র। স্টাইলিং-এর ভার ছিল কনের বান্ধবী অনিতা শ্রফের উপর। ক্যাটরিনার হাতের বালা থেকে যে কলিরে-র ঝুলছিল, সেগুলোর প্রত্যেকটিতে প্রায় ৬-৭টি পায়রা ছিল, চূড়ার সামনে পরা এই কলিরে-তে Cleo, Elysian-এর মতো শব্দ খোদাই করা ছিল যা বাইবেল থেকে ধার করা। আর এই গোটা ভাবনাটাই ক্যাটরিনার। নিজের ক্যাথলিক ধর্মবিশ্বাসকে এইভাবে বিয়ের মধ্যে জুড়ে নিলেন ক্যাটরিনা।
এখানেই শেষ নয়, জানেন কী ক্যাটরিনার মাথার জারদৌসি কাজ করা লাল ওড়নাটিও খুব খাস। শ্বশুরবাড়ির পঞ্জাবি শিকড়ের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানিয়ে ক্যাটরিনার মাথার লাল ওড়নাটি কিরনের কাজ দিয়ে সম্পূর্ণরূপে হাতে তৈরি হয়েছে, এবং সেটিতে রুপো এবং সোনার ইলেক্ট্রোপ্লেট বসানো।🌳 ক্যাটরিনার গয়নাগুলিও ছিল সব্যসাচীর🦂 কালেকশনের। গলার কুন্দনের হার থেকে মাথা জোড়া মাংগটিকা, সবই ডিজাইন করেছেন সব্যসাচী মুখোপাধ্যায়।
এতো গেল কনের সাজ, কিন্তু বর কেমন সাজল? সব্যসাচীর ডিজাইন করা আইভরি সিল্ক শেরওয়ানিতে মেরুণ রঙা কাজ করা, এককথায় রাজপুতের বেশে হাজির ভিকি কৌশল। মাথ▨ায় পাগড়ি, কপালে টিকা, আর পশমিনার শাল গায়ে ক্যাটরিনার হাত ধরে সাত পাক ঘুরলেন ভিকি কৌশল। মাধোপুরের সিক্স সেন্সের দুর্গ যেন স্বপ্নপুরী, আর সেখানেই পরিণতি পেল এক রূপকথার প্রেম কাহিনি।