২০💞২৪ এর প্রথম মাসেই একের পর এক নক্ষত্রপতন। উস্তাদ রাশিদ খানের পর এবার না ফেরার দেশে পাড়ি দিলেন জনপ্রিয় অভিনেত্রী শ্রীলা মজুমদার। ২৭ জানুয়ারি প্রয়াত হলেন অভিনেত্রী। তাঁর মৃত্যুর খবর শোনার পর অনেকেই চমকে উঠেছেন। মেনে নিতে পারেননি। তিনি দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন।
শ্রীলা মজুমদারের মৃত্যুর পর কী বললেন কৌশিক গঙ্গোপাধ্যায়?
এদিন অভিনেত্রীর প্রয়াণের খবর প্রকাশ্যে আসার পরই সক প্রকাশ করলেন অভিনেতা-পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। তিনি এদিন আনন্দবাজ🉐ারকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, 'শ্রীলা দি আর নেই এটা মানতেই পারছি না। নিজের কানকেই প্রথমে বিশ্বাস করিনি। এখনও মনে হচ্ছে যেন দুঃস্বপ্ন দেখছি কোনও।'
আরও পড়ুন: 'কিছু বাবা বেশ্ওযাদের কোলে...' রোহিতের প্রসঙ্গ টেনে শামিকে তুলোধনা হাসিন জাহানের! 🍬কী হল আবার?
তিনি এদিন আরও বলেন, 'শ্রীলা দি যে এতটা অসুস্থ জানতামই না আমরা। উনি কখনও আমাদের ওঁর অসুস্থতার কথাটা বুঝতে দেননি। তবে শারীরিক ভাবে যে কোনও সমস্যা ছিল সেটা ওঁকে দেখে বোঝা যেত। কোথাও একটা কষ্ট আছে বোঝা যেত। কিন্তু উনি যেহেতু কখনও অসুস্থতার কথা বলেননি তাই সৌজন্য দেখিয়ে আমরাও কখনও জিজ্ঞেস করিনি। উনি কখনও কাজ থেকে বিশ্রাম চাননি, নিজের সবটা উজাড় করে কাজ করে গিয়েছেন। শুটিংয়ে কেমন চাও থ🍨াকে সবাই জানেন। তবুও সবার সঙ্গে পাল্লা দিয়ে তিনি ওই শরীরে কাজ করে গিয়েছেন। কিন্তু কীভাবে করেছেন সেটা এখন ভাবলেই গায়ে কাঁটা দিচ্ছে।'
প্রসঙ্গত কেরিয়ারের শুরুর দিকে তিনি মৃণাল সেনের খারিজ ছবিতে কাজ করেছিলেন। আর সেটার সিক্যুয়েল পালান ছবিতেও তিনি কাজ করেছেন। দ্বিতীয় ছবিটি পরিচালনা করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। সেই স্মৃতি হাতড়ে জানান, 'ক্য🌠ামেরার এপারে বসে ওঁর অভিনয় মুগ্ধ হয়ে দেখতাম। অনিকেত চট্টোপাধ্যায়ের শঙ্কর মুদি꧑ ছবিতে উনি আমার স্ত্রী হয়েছিলেন।'