কেকের চলে যাওয়ার এক বছর হয়ে গেল। প্রতিভাবান এই গায়কের আকস্মিক মৃত্যু মেনে নিতে পারেননি অনেকেই। গত বছর খবরটা সকলকে হতবাক করে দিয়েছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে শূন্যতা থেকে গেলেও সময়ের একটা প্রলেপ পড়ে যায়। এই প্রজন্মের অন্যতম জনপ্রিয় গায়কের চলে যাওয়ার পর এক বছর কেটে গেল। আর তাঁর মৃত্যুবার্ষিকীতে তাঁর বন্ধুরা একটা চ𒊎মক দিল।
এই প্রজন্মকে বন্ধুত্বের গান দিয়ে গিয়েছেন কেকে। ফেয়ারওয়েল পার্টি হোক বা স্রেফ বন্ধুত্ব উদযাপন ইয়ারো ছাড়া সেটা যেন পানসে। ফ্যাকাসে। এই গা𒐪নটা থাকবেই থাকবে। আর তাই এবার একটা নতুন উদ্যোগ নিল McDowell's। এদের ট্যাগলাইন হল McDowell's নম্বর ১ ইয়ারি। আর সেই বন্ধুত্ব, বন্ধুত্বের বিশেষ দিন, ফ্র🌃েন্ডশিপ ডেতে McDowell's এর উদ্যোগে কেকে'কে শ্রদ্ধা জানাবেন তাঁরই বন্ধুরা। পাপন, শান, ধ্বনি- এঁরা সকলে মিলে গাইবেন এই গান।
শান তাঁর বন্ধুর স্মৃতিতে বলেন, 'বন্ধুরা আর বন্ধুত্ব আমায় সবসময়ই জীবনে এগোতে সাহায্য করেছে। বন্ধুদের সঙ্গে দেখা হলে আমি যে গান, যত গানই গাই না কেন সেটা হওয় কেকে'র সেই ঐতিহাসিক ইয়ারো গানটি দিয়েই। কেকে আমার খুব কাছের বন্ধু ছিল। আমি ওকে ভালোবেসে কেকস বলে ডাকতাম। ওকে আমি খুব মিস করি। আর ওর এই আইকনিক গান রিক্রয়েট করতে পারা🌃র সুযোগ আমার কাছে অনেক বড় বিষয়। আমি এটার জন্য McDowell's কে ধন্যবাদ জানাচ্ছি। আমি 'কেকস'-এর জন্য জানপ্রাণ লড়িয়ে এই গানটি করব।'
এই উদ্যোগের বিষয়ে ডায়জিও ইন্ডিয়ার মার্কেটিং প্রধান 🦂রুচিরা জেটলি বলেন 'কেকে আমাদের বন্ধুত্বের কণ্ঠ দিয়েছিল। McDowell's নম্বর ১ ইয়ারির সঙ্গে উনি প্রথম থেকেই জড়িত ছিলেন। আমরা ওঁকে ভীষণই মিস করি। তাই এবার ওঁকে শ্রদ্ধা জানাতে শান, বেনি দয়াল, পাপন, ধ্বনি ভানুশালি, লেসলি লুইস মিলে এই গানটি রিক্রিয়েট করবেন। আমরা বিশ্বাস করি কেকে এখনও তাঁর ভꦍক্তদের মনে তাঁর গানে গানে বেঁচে আছেন।'
প্রসঙ্গত গত বছর কলকাতায়𓄧 শো করতে এসে অসুস্থ হয়ে পড়েন কেকে। গান গাইতে গাইতেই অসুস্থবোধ করেন তিনি। এরপর তাঁকে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁর মৃত্যু হয়।