অসুস্থ কৌশিক সেনের মা, অভিনেত্রী চিত্রা সেন। জানা যাচ্ছে, বৃহস্পতিবার বউমা রেশমি সেন ও নাতি ঋদ্ধি সেন তাঁকে হাসপাতালে নিয়ে যান। সেই মুহূর্তে কাজে আটকে পড়ার কারণে হাসপাতালে যেতে পারে😼ননি কৌশিক সেন। কিন্তু এখন কেমন আছেন কৌশিক সেনের মা, অভিনেত্রী চিত্রা সেন?
মায়ের শারীরিক পরিস্থিতির বিষয়ে অভিনেতা কৌশিক সেন আনন্দবাজারকে বলেন, ‘মায়ের সোডিয়াম-প𒁃টাশিয়ামের ভারসাম্যের সমস্যা দেখা গিয়েছিল। গরমের মধ্যে এটা হতেই পারে। এতে আশঙ্কার কিছুই নেই।’
জানা যাচ্ছে, এই মুুহূর্তে টাকিতে শ্য়ুটিং করছেন রেশমী সেন। সেকারণে তিনি শাশুড়িমা চিত্রা সেনকে হাসপাতালে ভর্তি করে সন্ধ্যে ৭টা নাগাদ ফের শ্যুটিংয়ে বের হয়ে যান। এরপরে হাসপাতালে ছিলেন কৌশিক সেন ও তাঁ๊র ছেলে ঋদ্ধি সেন। কৌশিক সেন জানিয়েছেন, ‘অভিনেত্রী চিত্রা সেনের ইসিজি, ইকোর রিপোর্ট সবই ঠিক আছে। চিকিৎসকরা জানিয়েছেন ভয়ের কিছু নেই। আসলে মায়ের অনেক বয়স হয়েছে। ওর বয়স ৮৫ পার হয়ে গিয়েছে। বার্ধক্যজনিত কারণে নানান সমস্যা দেখা যাচ্ছে। কখনও কোমরে ব্যাথা, কখনও আবার স্নায়ুর সমস্যা হচ্ছে।’
বর্ধমানে রেশমী ও কৌশিক সেন দুজনেই নিজেদের ধারাবাহিক নিয়ে ব্যস্ত। প্রসঙ্গত কৌশিক সেনের মা চিত্রা সেন নিজে একজন জনপ্রিয় অভিনেত্রী এবং নৃত্যশিল্পী। বহু বাংলা ছবি, ধারাবাহিক💜 ও সিরিজে অভিনয় করেছেন চিত্রা সেন। ‘জুটুক’ ১৯৫৮), ‘কোমল গান্ধার’ (১৯৬১), ‘ব্যক্তিগত সহকারী’ (১৯৫৯), ‘জয়ের শহর’ (১৯৯২), ‘কন্যাদান’ (১৯৯৩) ‘১৯শে এপ্রিল’ (১৯৯৪), 'ভয়' (১৯৯৬), ‘অনু’ (১৯৯৯) 'ক্যানসার' (২০০১), ‘পথ’ (২০০৩), ‘☂যে জন থাকে মাঝখানে’ (২০০৬), ‘৬১ গড়পার লেন’ (২০১৭), ‘কণ্ঠ’ (২০১৯) সহ বহু ছবিতে অভিনয় করেছেন চিত্রা সেন।
শুধু বাংলা ছবি নয়স বহু জনপ্রিয় ধারাবাহিকেও অভিনয় করছেন চিত্রা সেন। যার মধ্যে রয়েছে ‘রাঙা মাথায় চিরুনী’, ‘সুবর্ণলতা’ (টিভি সিরিজ), ‘বয়েই গেলো, রাজজোটক’, ‘আজ আরি কাল ভাব’, ‘কুন্দো ফুলের ম꧒ালা’, ‘অন্দরমহল’♋ (২০২৭-২০১৯), ‘নকশী কাঁথা’ (২০১৮-২০২০), ‘শ্রীময়ী’ (২০১৯-বর্তমান), ‘খড়কুটো’ (২০২২), ‘মেয়েবেলা’ (২০২৩) মতো ধারাবাহিক।
এছাড়াও নাটকের𓆏 মঞ্চেও দাপটের সঙ্গে অভিনয় করেছেন চিত্রা সেন। ব্যক্তিগত 🧸জীবনে তিনি শ্যামল সেনের স্ত্রী, কৌশিক সেনের মা।