২০২৫ সালের অস্কারে ভারতীয় ছবি হিসেবে ‘লাপাতা লেডিস’-এর অফিসিয়াল এন্ট্রি ঘোষণা করার পর থেকে বিতর্ক যেন শেষ হচ্ছে ন꧟া। ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া (FFI) এর উদ্ধౠৃতি সোশ্যাল মিডিয়ায় নতুন করে ক্ষোভের জন্ম দিয়েছে। উদ্ধৃতিটির প্রথম লাইনেই লেখা ছিল ‘ভারতীয় মহিলারা বশ্যতা এবং আধিপত্যের এক অদ্ভুত মিশ্রণ।’ আর এই ‘যৌন পক্ষপাত মূলক’ মন্তব্যের জন্যই নেটিজেনরা ফের এই ছবির অস্কার এন্ট্রি নিয়ে তুলেছে সমালোচনাও ঝড়। ঘটনার পর এফএফআইয়ের সহ-সভাপতি টিপি আগরওয়াল প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, ‘দর্শকদের ছবির দিকে মনোনিবেশ করা উচিত।’
সমালোচনার জবাবে সভাপতি টিপি আগরওয়াল বলেন, ‘আমি এই সম্পর্কে সবটাই জানি। তবে আমার মতে দর্শকদের উচিত কেবল সিনেমার বিষয়বস্তুর দিক🌠েই মনোনিবেশ করা। এটা খুবই ভালো একটি ছবি। সব সদস্যদের এই ছবি ভালো লেগেছে।’
আরও পড়ুন: 'ও শুধু পারিশ্রমিক কমাতে চায়…' করণ জোহরকে ধুয়ে দিলেন ♌সইফ আলি খান
'লাপাতা লেডিস' অস্কার ২০২৫-এর জন্য সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে ভারতীয় ছবি হিসেবে অফিসিয়াল এন্ট্রি পেয়েছে। কিরণ রাও পরিচালিত এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন নবাগত স্পর্শ শ্রীবাস্তব, প্রতিভা রান্তা এবং নীতাংশী গোয়েল। ছবিতে অভিনেতা রবি কিষাণ এবং ছায়া কদমকেও গুরু🐷ত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে।
আরও পড়ুন: নতুন সিজনেও ইন্ডিয়ান আইডলের বিচারকের 🅠আসনে দেখা যাবে? কী জবღাব দিলেন বাদশা?
প্রসঙ্গত, পায়েল কাপাডিয়ার ড্রামা ফিল্ম 'অল উই ইমাজিন অ্যাজ লাইট'-এর বদলে 'লাপাতা লেডিজ'-কে বেছে নেওয়ায় হতাশ নেটিজেনরা। কারণ এই সিনেমাটি কান চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছিল। তাই সিনেমাটি ২০২৫-এর জন্য ভারতের অফিসিয়াল এন্ট্রি হিসাবে অস্কারের জন্য নির্বাচিত না হওয়ায় এক ভক্ত টুইট করেছেন: ‘এটি সত্যিই দুঃখজনক। একটি সিনেমা যা একটি ন🍰িশ্চিত অস্কারে যায়, তা হারিয়ে গেল। বেছে নেওয়া হল #LaapataaLadies-কে।’
আরও পড়ুন: ‘অন্যরকম ভাবে বড় হয়েছি…’, IIM-আহমেদাবাদে সুযোগ পাও♉য়ায় ক্রমাগত ট্রোল্ড অমিতাভের নাতনিಌ নভ্যা, বললেন…
আর একজন ক্ষুব্ধ সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, ‘অল উই ইমাজিন অ্যাজ লাইটকে বেছে না নেওয়ার অযৌক্তিক সিদ্ধান্ত। এমন একটি সিনেমা যা কান গ্র্যান্ড প্রিক্স জিতেছে, আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে এবং ইতিমধ্যꩵে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে, লাপাতা লেডিসকে আমার ভালো লেগেছিল ঠিকই…’
অল উই ইমাজিন অ্যাজ লাইট এই বছর ৭৭তম কান চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হওয়ার সময় ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিল। এমনকী এটি গ্র্যান্ড প্রিক্স জিতে নেয়, যে কারণে নেটিজেনরা মনে করেছেন যে অস্কা൩রে মনোনয়ন পাওয়ার আরও বেশি সম্ভ🙈াবনা ছিল সিনেমাটির।