তিনি আলিয়া ভাট, ﷺমহেশ ভাট কন্যা। তবে খ্যাতনামী বাবার মেয়ে হিসাবে নয়, নিজের নামেই বেশ পরিচিত এই ভাট কন্য꧙া। দক্ষ একই সঙ্গে জনপ্রিয় এই অভিনেত্রীর জন্ম ১৯৯৩ সালের ১৫ মার্চ। চলুন ফিরে দেখি গত ৫ বছরে আলিয়া ভাটের উত্থানের গল্প।
২০১৯ সালে মꦍুক্তি পেয়েছিল 'গল্লি বয়'। যেখানে কেন্দ্রীয় চরিত্র ‘সাফিনা ফিরদৌসী’র ভূমিকায় দেখা গিয়েছিল আলিয়াকে। ছবিটি বক্স অফিসে দারুণভাবে সফল। এছাড়াও ৯২তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের আসরে বিদেশি ভাষার ছবির বিভাগে ভারতের তরফে আনুষ্ঠানিকভাবে আলিয়ার ‘গল্লি বয়’কে 🙈পাঠানো হয়েছিল। ২০১৯-এ আলিয়ার আরও একটা চর্চিত ছিল হল 'কলঙ্ক'। ২০২০-তে বাবা মহেশ ভাটের পরিচালনায় 'সড়ক-২' তে অভিনয় করেন আলিয়া।
২০২২-এ সঞ্জয়লীলা বনশালি পরিচালিত ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’তে আলিয়ার অভিনয় দর্শকদের মুগ্ধ করে। যার জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসাবে জাতীয় পুরস্কারও🦩 জিতে নেন তিনি। ওই একই বছরেই তাঁর RRR ছবিটিও অন্যতম চর্চিত ছবি। আন্তর্জাতিক মহলেও ছবিটি নিয়ে চর্চা হয়। এই ছবি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও জিতে নেয়। এরপর ২০২২-এ 'নেটফ্লিক্স' 'ডার্লিংস'-এ অভিনয় করেন আলিয়া, এর হাত ধরেই প্রযোজক হিসাবেও আত♚্নপ্রকাশ করেন তিনি।
এরপর ২০২৩-এ আলিয়া অভিনীত অন্যতম চর্চিত ছবি হল ‘রকি রানি কি প্রেম কাহানি’। এই ছবিটিও ব♓্লকবাস্টার হয়। ২০২৪-এ আলিয়া শ্রেষ্ঠ অভিনেত্রী হিসাবে ফিল্মফেয়ার পুরস্কার জিতে নেন। যদিও আবার চলতি বছরে আ♐লিয়া অভিনীত, প্রযোজিত 'জিগরা' ছবিটি সুপার ফ্লপ হয়।