সম্প্রতি লখনউয়ের কিছু খুদের কাণ্ড নজর কেড়েছে সবার। কী করেছে তারা? সব্যসাচী মুখোপাধ্যায়ের ব্রাইডাল কালেকশনের অনুকরণে নিজের♔া পোশাক বানিয়েছে। করেছে ফটোশ্যুটও। তাঁদের এই অভি🔥নব শিল্প দেখে প্রশংসা করেছে বলিউডের তারকারাও।
কী ঘটেছে?
দিয়া মির্জা থেকে শুরু করে অদিতি রাও হায়দারি সকলেই এই খুদে ডিজাইনার এবং মডেলদের প্রশংসা করেছেন যাঁরা সব্যসাচীর এই বছরের ব্রাইডাল কালেকশনকে অনুকরণ করেছে। এই ভাইরাল দলের অন্যতম সদস্য রঞ্জনা কুমারী এই বিষয়ে জানিয়েছেন, 'আমাদের কাছে এটা স্বপ্ন সত্যি হওয়ার মতো।'༺ তবে তিনি একা নন, এই উদ্যোগে তাঁর সঙ্গে লখনউয়ের একটি এনজিওর আরও ৩৪ জন কিশোর, কিশোরী ছিল।
তাঁদের এই কাজ সম্পর্কে রঞ্জনা আরও জানান, 'আমরা যে তারকাদের ভালোবাসি তাঁরাই এখন আমার তারকা বানিয়ে দিচ্ছে দেখে অবিশ্বাস্য ꦓলাগছে। কী বলব বুঝে উঠতে পারছি না। ভাবতে পারি💙নি বিষয়টা এত বড় হবে। আমরা খালি ভেবেছিলাম যে আমরা বড় হয় ফ্যাশন, মেকআপ বা শিক্ষা নিয়ে এগোব। সেটারই প্রতিফলন ছিল এই কাজ।'
এই কাজের ছবি তুলেছে যে কিশোর, সেই মোহিত ভার্মা তাঁদের এই উদ্যোগ সম্পর্কে জানান, 'আমি এই ভিডিয়োগুলো শ্যুট করতাম। আমরা আশা করছি আমরা এখান দিয়ে আরও এগোব। এটা খালি আমাদের জন্য ভিডিয়ো নয়।ജ এটা আমাদের ভবিষ্যতে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা।'
আরও পড়ুন: আন্দাজ 🐼আপনা আপনার ৩০ বছর! বক্স অফিসে ছবির ভরাডুবি নিয়ে আমির বলেন, 'কেউ তখন জানতই না যে...'
লখনউয়ের এই এনজিও ইনোভেশন ফর চেঞ্জের প্রতিষ্ঠাতা হলেন হর্ষিত সিং। তিনি দারুণ উচ্ছ্বসিত তাঁদের ব😼াচ্চাদের কাজ এতটা সমাদৃত হওয়ার কারণে। তিনি আরও জানিয়েছেন তাঁরা যে সামান্য অনুদান পান সেটা দিয়েই তাঁদের বাচ্চারা বিভিন্ন শৈল্পিক কাজ করে।