মাত্র দুই মাসের মধ্যেই শেষ🍸 হচ্ছে কাজল নদীর জলে ধারাবাহিক। দুপুরের স্লট পেলেও তাতেও রক্ষা হল না। কিন্তু কেন আচমকা মাত্র ৩ দিনের নোটিশে বন্ধ হচ্ছে মেগা, মুখ খুললেন সিরিয়ালের দুই প্রধান চরিত্র মৈনাকবন্দ্যোপাধ🔜্যায় এবং অরুণিমা হালদার।
ধারাবাহিক শেষ হওয়া নিয়ে কী বললেন অরুণিমা-মৈনাক?
এ🍌দিন আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে অরুণিমা হালদার জানান তিনি মোটেই আশা করেননি এত তাড়াতাড়ি যে ধারাবাহিকটি শেষ হয়ে যাবে। তাঁর কথায়, 'এত দ্রুত যে ধারাবাহিক শেষ হয়ে যাবে সেটা আশা করিনি আমরা কেউই। অল্প মন খারাপ করছে। কিন্তু খুব বেশি মন খারাপ করার জায়গা পাচ্ছি না। আসলে আমি মন খারাপে বিশ্বাসী নই। আমি এর আগেও দুটো ধারাবাহিকে কাজ করেছি, সেগুলো বহুদিন চলেছিল।'
কাজল নদীর জﷺলের দ্রুত শেষ হওয়া নিয়ে তিনি বলেন, 'নম্বর ভালো আসছিস না বলেই শুনেছি। আমরা মন দিয়ে কাজ করেছি। বাকিটা চ্যানেলের উপর।'
অন্য♛দিকে ꧙মৈনাক বন্দ্যোপাধ্যায় জানান মাত্র ৩ দিন আগে তাঁদের জানানো হয় যে এই মেগা শেষ হবে। তবে তাঁর ধারণা দুপুরের স্লটের জন্যই দ্রুত শেষ হয়ে গেল এই ধারাবাহিক। তিনি আরও জানান, 'আমরা সবাই আশা করেছিলাম যে অনেক দিন চলবে ভালোই এগোচ্ছিল। এই মেগা আসলে অন্যরকম কথা বলার চেষ্টা করেছিল। কিন্তু হল না।'
সোশ্যাল মিডিয়ায় কী লিখেছিলেন মৈনাক?
সম্প🌠্রতি মৈনাক নিজেই প্রথম কাজল নদীর জলে ধারাবাহিক শেষ হওয়ার খবর দেন। জানান, 'আজ শেষ দিন, এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে ভাবিনি, কিন্তু সব কিছু তো আমাদের হাতে থাকে না, এই ক’দিন আপনাদের থেকে যা ভালোবাসা পেয়েছি, সেটা আমাদের সম্পদ হয়ে থাকবে…. সকলে ভালো থাকবেন।'
আরও পড়ুন: গুঞ্জন উধাও! ‘পটাকা’ শ্রীজার প্রেম⛎েই হাবুডুবু খাচ্ছেন অর্জুন! জ꧅ানালেন দীপাবলির শুভেচ্ছাও
কাজল 🍨নদীর জলে ধারাবাহিকটিতে মুখ্য ভূমিকায় ছিলেন মৈনাক বন্দ্যোপাধ্যায়, অরুণিমা হালদার, অনিন্দ্য চট্টোপাধ্যায়। ত্রিকোণ প্রেমের গল্প উঠে এসেছিল এই ধারাবꦫাহিকে।