স্বপ্ন অধরাই রয়ে গেল মালায়ালি পরিচালক বৈজু পারাভুর-এর। অনেক পরিশ্রম করে দীর্ঘ ২০ বছরের ফিল্মি কেরিয়ারে প্রথম ছবি পরিচালনা করেছিলেন বৈজু, তবে তা মুক্তির আগেই না-ফেরার দেশে তিনি। খবর মিলেছে সোমবার মৃত্যু হয়েছে ‘সিক্রেট’ ছবির পরিচালকের। ৪৫টি-র বেশি মালায়ালি ছবিতে প্রোডাকশন কন্ট্রোলেরর কাজ করেছেন প্রয়াত পরিচালক। মাত্র ৪২ বছর বয়সী এই পরিচালকের মৃত্যু ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। পরিচালকের পরিবারের অভিযোগ, ‘খাবারে বিষক্রিয়ার জেরে মৃত্যু হয়েছে বৈজুর’। আরও পড়ুন-মৃত্ꦜযুর দেড় বছরের মধ্য়েই ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল সন্ধ্যা মুখোপাধ্য়ায়ের বাড়ি! ক্ষুব্ধ অনুরাগ🔜ীরা
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, কোঝি🤪কোড়ের এক হোটেলে ছবি সংক্রান্ত আলোচনার জন্য় গত ২৪শে জুন হাজির হন প্রয়াত পরিচালক। সেখানেই খাবার খেয়েছিলেন তিনি। এরপর বাড়ি ফিরলেই তাঁর শরীরে অস্বস্তি শুরু হয়। ওখান থেকে নিজের শ্বশুরবাড়িতে হাজির হন বৈজু। তারপর স্ত্রীর সঙ্গে স্থানীয় হাসপাতালে পৌঁছান। চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু বাড়ি🐷 ফেরার পর তাঁর শারিরীক পরিস্থিতি আরও বিগড়ে যায়। এরপর হাসপাতালে পৌঁছালেও বিশেষ লাভ হয়নি, দ্রুত তাঁর শারীরিক পরিস্থিতি বিগরে যায় বৈজুর। এবং কোচির হাসপাতালে সোমবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পরিচালক। কোঝিকোড়ের হোটেলে খাবার খেয়েই বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে বৈজুর অভিযোগ পরিবারের।
‘ধানিয়াম’, ‘কাইথোলাচাথান’-এর মতো ছবির প্রোডাকশন কন্ট্রোল🌼ার হিসাবে কাজ করেছেন প্রয়াত পরিচালক। রহস্য-রোমাঞ্চ নিয়েই ছিল তাঁর প্রথম ছবি ‘সিক্রেট’। তাঁর মৃত্যুও যে এমন রহস্যে মোড়া হবে তা কে জানত! সোমবারই শেষকৃত্য সম্পন্ন হয়েছে পরিচালকের। স্ত্রী ও দুই সন্তানকে রেখে গেলেন বৈজু পারাভুর। তাঁর আচমকাই মৃত্যুর খবরে শোকস্তব্ধ মালায়ালি ফিল্ম জগত।