বিগত বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিদি নম্বর ওয়ানে খেলতে আসবেন। এবার সেই জল্পনায় সিলমোহর পড়ল। এদিন সত্যিꦺই শত ব্যস্ততার ফাঁকে সময় বের করে দিদি নম্বর ওয়ানে 🎐শুটিং করতে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানে এসে অভিজ্ঞতা ভাগ করে নিলেন তিনি। তবে এই রিয়েলিটি শোতে অংশ নেওয়ার জন্য তাঁকে পড়তে হয়েছে তোপের মুখে। কী বললেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার?
দিদি নম্বর ওয়ানে মমতা বন্দ্যোপাধ্যায়
যবে থেকে দর্শকরা শুনেছেন যে দিদি নম্বর ওয়ানে মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন তবে থেকেই সকলে উত্তেজনায় ফুটছেন। সকলের মুখেই এক প্রশ্ন কবে দেখানো হবে তাঁর সেই পর্ব? কীꦇ বলবেন তিনি সেটা জানতে মুখিয়ে আছেন সকলেই। আসলে দিদি নম্বর ওয়ান বাংলার অন্যতম পুরনো রিয়েলিটি শো, আর এই শো বহু মানুষ দেখেন। ফলে তাই এই শোয়ের এই পর্ব নিয়ে উন্মাদনা থাকবে সেটা তো স্পষ্টই।
আরও পড়ুন: খাতায় কমলে আলাদা হলেন জ𓂃িতু - নবনীতা, ডিভোর্স পেতেই পর্দার সত্যজিৎ লিখলেনಞ, 'আমি বেশ্যা, বজ্জাত'
বুধবার ২১ ফেব্রুয়ারি হাওড়ার ডুমুরজোলা স্টেডিয়ামে এই বিশেষ পর্🎐বের শুটিং হল। সেখানে শ🦄ুটিং করতে এসে নিজের অভিজ্ঞতা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুট থেকে বেরোনোর সময় তিনি জানালেন 'ভালো হয়েছে শ্যুটিং।'
আসলে অনেকেই মনে করেন বাংলায় দুই দিদি, একজন মুখ্যমন্ত্রী, আরেকজন রচনা বন্দ্যোপাধ্যায়। এবার এই দুই দিদিকে এক মঞ্চে, এক ফ্রেমে দেখার জন্য উদগ্রীব সকলেই। তবে𒈔 তিনি এই রিয়েলিটি শোত🌳ে অংশ নেওয়ায় বেজায় চটেছেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার।
মমতাকে উদ্দেশ্য করে কী বলেছেন সুকান্ত?
মমতা বন্দ্যোꦦপাধ্যায় দিদি নম্বর ওয়ানে যাওয়ায় বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তাঁর বক্তব্য টুইট করে লেখেন, 'আমাদের মুখ্যমন্ত্রী সন্দেশখালি যাচ্ছেন না। সেখনাকার নির্যাতিতাদের কথা শুনতে যেতে পারছেন না। এদিকে তিনি দিদি নম্বর ওয়ানের শ্যুটিংয়ে ব্যস্ত।' তবে একা সুকান্ত নন, একাধিক বিজেপি নেতাই একই কথা বলেছেন।
আরও পড়ুন: ঋতুরাজ সিংয়ে🅠র শেষ যাত্রܫায় বলিউডের তারকাদের ভিড়, শ্রদ্ধা জানালেন আরশাদ ওয়ার্সি - নকুল মেহেতারা
রচনা বন্দ্যোপাধ্যায় কী বলছেন?
যতই কটাক্ষ, সমালোচনা আসুক না কেন দিদি নম্বর ওয়ানে মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ দেওয়া নিয়ে এই শোয়ের সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন 'এতদিনে আমার শোয়ের নাম সার্থক হল।' বুধবার দুপুর ১২টায় এদিন ডুমুরজলা স্টেডিয়ামে পৌঁছন মুখ্যমন্ত্রী। আড়াই ঘণ্টার মধ্যে শ্যুটিং সেরে সেখান থেকে বের♑িয়ে যান তিনি।