রবিবার রাতে টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত হল জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড। এই বছর জি বাংলা পরিবারের সেরা বউমা নির্বাচিত হয়েছেন শিমুল অর্থাৎ অভিনেত্রী মানালি দে। কার কাছে কই মনের কথা ধারাবাহিকের 𒐪সুবাদে এখন দর্শক মনে রাজ করছেন মানালি। ডিভোর্স হয়ে গেলেও বউমার দায়িত্ব পালনে পিছপা হয়নি শিমুল।
এদিন আবির চট্টোপাধ্যায় ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন মানালি। প্রিয় বউমার সোনালি ট্রফি হাতে নিয়ে আহ্লাদে আটখানা নায়িকা। বউয়ের সাফল্যে গর্বে বুক ফুলল অভিমন্যু মুখোপাধ্যায়ের। মানালির পোস্ট নিজের ফেসবুকের দেওয়ালে শেয়ার করে ‘অভি-নন্দন’ জানাতে ভুললেন না অভিমন্যু। অভিমন্যুকে পালটা চুমুর ইমোজি পাঠালেন মানাল❀ি। স্বামী-স্ত্রীর এই ভার্চুয়াল ভালোবাসার মাঝেই অভিযোগের আঙুল অভিমন্যুর দিকে।
প্রকাশ্যে বউয়ের গুণগান করে ‘স্বামীত্ব জাহির’ করছেন তিনি, এমনই অভিযোগে বিদ্ধ হলেন অভিমন্যু। এক নেটিজেন লেখেন, ‘কোনওদিন দেখেছ নেনে জামাইবাবু মাধুরীদির (মাধুরী দীক্ষিত) সাফল্যে সোশ্যাল♚ মিডিয়ায় অভিনন্দন জানাচ্ছে? বউ এর সাফল্যে স্বামী তাকে জড়িয়ে ধরে অশ্রুসিক্ত চোখে কপালে চুমু খেয়ে আনন্দ প্রকাশ করবে। এখানে কেন? এখানে বাকি পুরুষরা অভিনন্দন জানাবে। যারা তোমার নায়িকা বউ এর বর হতে চেয়েছিল। বা মনে মনে মাঝে মধ্যে বর হয়ে যায়। এখানেও স্বামীত্ব জাহির করবে না একদম। দূর হও ’। এই মজাদার ট্রোলের জবাব দিতে ভোলেননি অভিমন্যুও। বন্ধুকে তিনি স্পষ্ট জানান, ‘ও নেনে, আর আমাকে কেই বা চেনে!'
এই মজাদার কথোপথন নজর কেড়েছে সবার। ওদিকে প্রিয় বউমার সম্মান পেয়ে ফেসবুকে লম্বা পোস্ট লেখেন মানালি। তিনি জানান, ‘যাদের জন্য শিমুল হোয়ে উঠতে পেরেছি অর্ক গঙ্গোপাধ্যায় এবং দেবলীনা মুখোপাধ্যায়। তোমরা ছাড়া কিছুই হত না। লীনꦰা গঙ্গোপাধ্যায় দিদি, শিমুল তোমার তৈরি,তোমার জন্য সব।….ধন্যবাদ আমার গোটা ‘কার কাছে কই মনের কথা’ টিমকে। ডিরেক্টর পার্থ দে, ডিওপি, সব টেকনিশিয়নদের ধন্যবাদ। তার সাথে আমার সব কলিগ আর বন্ধুদের একরাশ ভালোবাসা।সর্বোপরি ধন্যবাদ দর্শকদের। আপনারা আছেন বলেই আমরা আছি।’
চলতিবার সোনার সংসারের💧 আসরে একাই হাজির হন মানালি, পাশে ছিলেন না তাঁর পরিচালক বরমশাই। কাজের ব্যস্ততার জেরেই ওইদিন পৌঁছাতে পারেননি অভিমন্যু। ২০২০ সালের ১৫ই অগস্ট পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়কে বিয়ে করেন মালানি। সামনেই জুটির চার নম্বর বিবাহবার্ষিকী। প্রসঙ্গত, সঙ্গীত শিল্পী সপ্তকের সঙ্গে ২০১২-র ২৯ নভেম্বর সাতপাকে বাঁধা পড়েছিলেন মানালি দে। ভালোবেসেই বিয়ে করেছিলেন তাঁরা। কিন্তু ২০১৬-তে তাঁদের আইনি বিচ্ছেদ হয়। মানালির মতোই অভিমন্যুরও এটা দ্বিতীয় বিয়ে, এর আগে অভিনেত্রী অনিন্দিতা বসুকে বিয়ে করেছিলেন অভিমন্যু।