টিভি সিরিজ 'ফ্রেন্ডস' খ্যাত অভিনেতা ম্যাথিউ পেরি আর নেই। বছর ৫৪-এর পেরির মৃত্যুতে গোটা বিশ্বজুড়ে তাঁর অনুরাগীদের মধ্যে শোকের ছায়া। শনিবার অভিনেতার লস অ্যাঞ্জে🃏লেসের বাড়ির বাধটাবে তাঁর নিথর দেহ উদ্ধার হয়। এদিকে জানা যাচ্ছে মৃত্যু ২ ঘণ্টা আগেও নাকি পিকলবল খেলছি🐼লেন অভিনেতা।
অনেকেই হয়ত জানেন না, এর আগেও একবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন 🃏অভিনেতা ম্যাথিউ পেরি। সেই ঘটনা ঘটেছিল ২০১৮-এ। সেবার তাঁর কোলন (মলাশয়) ফেটে যায়। মার্কিন সংবাদমাধ্যমের রিপোর্ট বলছে, কোলন ফেটে যাওয়ার পর অস্ত্রোপচারের সময় তাঁর হৃদপিণ্ড ৫ মিনিটের জন্য কাজ করা বন্ধ করে দিয়েছিল। তবে সেটি হার্ট অ্যার্টাক ছিল না, চিকিৎসকরা প্রোপোফল দেওয়ার কারণেই ঘটেছিল বলে জানা যায়। এরপর তিনি প্রায় ২ সপ্তাহ কোমায় ছিলেন। কোমা থেকে বের হওয়ার পরও ৫ মাস হাস♍পাতালেই কেটেছিল অভিনেতা ম্যাথিউ পেরির।
আরও পড়ুন-একটু সরে বসুন! ঋত্বিককে নিয়েই যত্ত ক♐াণ্ডকারখানা, কলকাতা শহ൩রে আসছে নতুন ভাই 'গুড্ডু'
আরও পড়ুন-পাশে রোনাল্ডো ও বান্ধবী জর্জিনা রড্🅰রিগেজের সঙ্গে বক্সিং ম্যাচ দেখলে🌸ন সলমন, ভাইরাল হল ছবি
সুস্থ হয়ে ফিরে অভিনেতা সংবাদমাধ্যমকে জানান, ‘ডাক্তাররা আমার পরিবারকে বলেছিল যে আমার বেঁচে থ🦄াকার সুযোগ মাত্র দꦆুই শতাংশ। সেই সময়ে একপ্রকার আমার জীবন শেষই হয়ে গিয়েছিল। আমি ২ সপ্তাহ কোমায় কাটিয়েছি এবং প্রায় এক বছর ধরে একটা কোলোস্টোমি ব্যাগ ছিল।’ এদিকে জানা যায়, মাদক সেবনের কারণে ২০২২-এ ম্যাথিউ পেরির ১৪ তম অস্ত্রোপচার হয়। তবে এবার আর ম্যাথিউ-এর শরীরে কোনও মাদক মেলেনি।
এদিকে অভিনেতা ম্যথিউ পেরির মৃত্যুর সঙ্গে বেশকিছু ক্ষেত্রে মিল রয়েছে অভিনেত্রী শ্রীদেবীর মৃত্যুু। প্রসঙ্গত, ২০১৮কে পেরি কোমায় ছিলেন,꧃ আর ওই বছরই বাথটাবে ডুবে মৃত্যু হয়েছিল শ্রীদেবীর। এদিকে এবার ম্যাথিউ-এর দেহও মিলল সেই বাথটাবেই। তবে এবার চারপাশে কোনও মাদক মেলেনি। এদিকে শ্রীদেবী ও ম্যাথিউ দুজনে⛎রই ৫৪ বছর বয়সে মত্যু হয়।
প্রসঙ্গত, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে প্রাইমার♋ি স্কুলে পড়াশোনাও করেন। তাই ম্যাথিউ পেরির মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ট্রুড🦩ো।