সান বাংলায় আসছে নতুন ধারাবাহিক ‘মেঘে ঢাকা তারা’। ধারাবাহিকের মুখ্য চরিত্রের নাম ‘বৃন্দা’। যাঁর একার কাঁধে সংসারেরꦅ সব দায়িত্ব। পরিবারে রয়েছে♑ বিধবা মা, দিদি, ভাই-বোন এবং বোনঝি। পেশায় সে নার্স। আবার বাড়ি ফিরেই সে ঘরের মেয়ে হয়ে একা পরিবারের দায়িত্ব সামলায়।
এই ধারাবাহিক কিন্তু শক্তিপদ রাজগুরুর কাহিনি অবলম্বনে ১৯৬০ সালের কালজয়ী ছবির আদলে মোটেই নয়। এক জনপ্রিয় তামিল ধারাবাহিকের বাংলা সংস্করণ এই ধারাবাহিক। নতুন এই ধারাবাহিকের প্রযোজনায় অর্গ্যানিঙ্ক। প্রযোজক অর্ক গঙ্গোপাধ্যায়। সান বাংলার তরফেই ধারাবাহিক 🧜দেওয়া হয়েছে প্রযোজনা সংস্থাকে। এক মধ্যবিত্ত পরিবারের মেয়ের গল্প ফুটে উঠবে ধারাবাহিকে।
ধারাবাহিকের প্রোমোতে দেখা যাচ্ছে, পেশায় নার্স বৃন্♓দা। হাসপাতালে সারাদিন রোগী𓆏দের সেবায় দিন কাটে। বাড়ি ফিরতেই আরও বড় দায়িত্ব। হাতে করে বাজার করে আনা, ঘরের কাজ, মায়ের সেবা করা, সবটাই একা হাতে সামলাচ্ছে সে। এক নারীর লড়াইয়ের গল্প। সে জিতবে, হারবেও। ২৮ মার্চ থেকে প্রতি দিন রাত সাড়ে আটটায় সান বাংলায় দেখা যাবে এই নতুন ধারাবাহিক।