মাত্র পাঁচ মাসেই শেষ হচ্ছে মেয়েবেলার পথচলা। মন খারাপ করা এই খবর এখনও মেনে নিতে পারছে না অনুরাগীরা। শ্যুটিং পর্ব শেষ হয়েছে আগেই, তবে সম্প্রচার এখনও জারি। আগামী ২৩শে জুন স্টার জলসার পর্দায় সিরিয়ালের অন্তিম পর্ব টেলিকাস্ট হবে। মন ভারাক্রান্ত ‘মেয়েবেলা’ পরিবারেরও। তবে মনের কোণে সেই দুঃখ চেপে ൩সফর শেষে উদযাপনে মাতল গোটা টিম। ‘মেয়েবেলা’র ব়্যাপ আপ পার্টিতে জমিয়ে হুল্লোড় করতে দেখা গেল মৌ-ডোডো-সুরজিৎ-অতসীদের। যদিও দেখা মেলেনি ‘বীথিকা মিত্র’ অর্থাৎ অনুশ্রী দাসের।
‘মেয়েবেলা’র ব়্যাপ আপ পার্টির টুকরো ঝলক সোশ্যাল মিডিয়ার দেওয়ালে শেয়🔴ার করে নিয়েছেন অভিনেত্রী সৌমি চট্টোপাধ্যায় অর্থাৎ মৌ-এর মাসির মেয়ে পিউ। শুধু পর্দার সামনের নয়, এদিন ‘মেয়েবেলা’কে সফলভাবে পর্দার ফুটিয়ে তোলার নেপথ্যের কারিগরদেরও দেখা মিলল নাচের ছন্দে। পার্টিতে জমিয়ে নাচলেন স্বীকৃতি-অপর্ণরা। বাদ গেলেন না পরিচালক সুমন দাসও। কাচের প্লেট হাতেই ‘ডফলিওয়ালে’ সাজলেন তিনি। পিসিশাশুড়ি অতসীর সঙ্গে ডান্স ফ্লোরে সবচেয়ে বেশি ধামাকা করল মউ। হলুদ-বেগুনি শাড়ি আর পিঠখোলা ব্লাউজে কখনও ‘সাত সমুন্দর পার’ তো কখনও ‘সজনা জি ওয়ারি ওয়ারি’র তালে ডান্স ফ্লোর কাঁপালেন সকলে। সাদা টি শার্ট আর ডেনিমে ব়্যাপ আপ পার্টিতে পৌঁছেছিলেন অর্পণ। আসর জমিয়ে দিলেন তিনিও।
আনন্দ, হইচই-এর মাঝে মন খারাপের বহিঃপ্রকাশও দেখা গেল। শেষবেলায় একে অপরকে জড়িয়ে ধরে ইমোশন্যাল সকলে, চোখের জল বাধ মানল না কারুর। কালের নিয়মে সিরিয়াল শেষ হওয়াট𓆉াই স্বাভাবিক, তবে ‘মেয়ে🦩বেলা’ এত জলদি শেষ হবে সেটা বোধহয় কলাকুশলীরাও আশা করেননি।
পার্টির ঝলক শেয়ার করে নিয়ে ইতিবাচক বার্তাই দিলেন ‘পিউ’ ꧒সৌম্যি। তিনি লেখেন- ‘মেয়েবেলা কোনওদিন শেষ হবে না কারণ মেয়েরাই আদি শক্তি…আমরা ছিলাম , আমরা আছি , আমরা থাকব’। এই পোস্টের কমেন্ট বক্সে উপচে পড়ছে ফ্যানেদের আবেগঘন বার্তা। একজন লেখেন- ‘খুব মন খারাপ লাগছে, তোমাদের সবাই꧃কে খুব মিস করব’। ক্ষোভ উগরে অপর এক অনুরাগী লেখেন, ‘এত সিরিয়াল থাকতে শেষে মেয়েবেলাই চোখে পড়ল? গুড্ডি, গাঁটছড়াকে টেনে টেনে বাড়িয়ে কী লাভ চ্যানেলের? ভালো জিনিস সহ্য হয় না’।
মে মাসের গোড়া থেকেই বিতর্কে থেকেছে ‘মেয়েবেলা’। সূত্রপাত রূপা গঙ্গোপাধ্যায়ের এই মেগা সিরিয়াল ছেড়ে যাওয়াকে ঘিরে। শুধু ছেড়ে যাওয়াই নয়, এই সিরিয়ালকে প্রকাশ্যে কটাক্ষ করতেও ছাড়েননি তিনি। স্লট নিয়ে চ্যানেলের সঙ্গে বনিবনা না হওয়ার জেরেই প্রযোজনা সংস্থা বন্ধ করছে ‘মেয়েবেলা’। তবে শেষ কয়েকটা এপিসোডে থাকবে একরাশ চমক। একলাফে ২৭ বছর এগিয়ে যাবে ‘মেয়েবেলা’র গল্প। তখন মৌ-ডোডোর ছেলে ডিডোকে দেখা যাবে মিত্র বাড়ির প্রাণভ্রমরা রূপে। সেই চরিত্রেও অভিনয় করবেন অপর্ণ ঘোষাল। আপতত মৌ-ডোডোর হ্যাপি এন্ডꦜিং দেখার অপেক্ষায় অনুরাগীরা।