উৎসবের মরশুমে দর্শকদের জন্য একরাশ উপহারের ডালি সাজিয়ে আবারও হাজির ‘হইচই’। ঘোষণা করা হল একঝাঁক ওয়েব সিরিজের। যদি এর আগেও এই সিরিজগুলোর আভাস দেওয়া হয়েছিল, কিন্তু তা ছিল একেবারেই প্রাথমিক পর্যায়। বেশির๊ভাগ ক্ষেত্রেই জানা যায়নি, সিরিজগুলিতে কোন কোন অভিনেতা অভিনেত্রীদ💝ের দেখা যেতে চলেছে। তবে এবার অধিকাংশ ক্ষেত্রেই সিরিজের কাজ শেষ হয়ে গিয়েছে আর কিছু সিরিজের শ্যুটিং প্রায় শেষ পথে। তাই চলতি বছর ও আগামী বছর দর্শকদের জন্য কী কী আনতে চলেছে 'হইচই' ওয়েব প্ল্যাটফর্ম, তার তালিকা প্রকাশ্যে এল। দেখে নিন এক ঝলকে।
তালমার রোমিও জুলিয়েট
'মন্দার'-এর পর আবার শেক্সপিয়ারের বিখ্যাত নাটক 'রোমিও জুলিয়েট' অবলম্বনে আসছে অনির্বাণ ভট্টাচার্য্যের 'তালমার রোমিও জুলিয়েট'। 'তালমা' নামের কাল্পনিক শহর𓂃ে গড়ে উঠবে এই রোমিও জুলিয়েটের প্রেমের কাহিনী। জীবনের ওঠাপড়া, প্রেম, জীবনযুদ্ধের গল্প বলবে 'তালমার রোমিও জুলিয়েট'।
ফেলুদার গোয়েন্দাগিরি: ভূস্বর্গ ভয়ঙ্কর
বাতাসে হিমেল ছোঁয়া লাগতে শুরু করেছে। আর এই সময় দুপুরের গল্পের বইয়ের তালিকায় ফেলুদা, তোপসে আর জটায়ু তো থাকবেই। আর সেই থ্রী মাস্কেটিয়াসের ম্যাজিক আবার ফিরছে ওয়েব সিরিজের পর্দায়। সৃজিত মুখোপাধ্যায় ফের একবার নিয়ে আসছেন 'ফেলুদা'কে। এবার তাঁর অভিযান কাশ্মীরে। 'ভূস্বর্গ ভয়ঙ্কর' অবলম্বনে 'ফেলুদার গোয়েন্দাগিরি: ভূস্বর্গ ভয়ঙ্কর'। ফেলুদার ভূমিকায় থাকছেন টোটা রা🅰য়চৌধুরী।
আরও পড়ুন: চো♏খের জলে বাবা সিদ্দিকিকে বিদায় সলমনের! বন্ধুর শোকে নিলেন বড় সিꦿদ্ধান্ত
পুরোপুরি একেন
আবার ফিরছে ‘একেনবাবু’। আর তার ভূমিকায় অবশ্যই অভিনেতা অনির্বাণ চক্র𝓡বর্তী। এবার একেনের অ্যাডভেঞ্চার পুরীতে। এবারও একেনবাবু সমাধান করবেন এক খুনের রহস্য। সিরিজটি পরিচালনার দায়⛦িত্বে রয়েছেন জয়দীপ মুখোপাধ্যায়।
নিখোঁজ ২
'নিꦐখোঁজ ২' নিয়ে হাজির হচ্ছেন টোটা রায়চৌধুরী ও স্বস্তিকা মুখোপাধ্যায়। প্রথম সিজেনে হারানো মেয়ে কে কি এই সিজনে খুঁজে পাবে তার মা? এই ঘটনায় টোটার ভূমিকা ঠিক কী? রহস্যের জট খুলবে 'নিখোꦍঁজ ২'-এ।
ডাইনি
'হইচই'-এ দ্বিতীয়ꩵবার ফিরছেন মিমি চক্রবর্তী। সিরিজের নাম 'ডা🔴ইনি'। দুই বোন জড়িয়ে পড়ে একটি ডাকিনীতন্ত্রের প্যাঁচে। তারপর কী হয় তাদের সেই উত্তর জানতে গেলে অপেক্ষা করতে হবে 'ডাইনি'-এর।
আরও পড়ুন: বাবা যখন মেয়ে! মঞ্চে তা🤪ঁকে দেখে সন্তানরা কি চমকে গিয়েছিল? কী বললেন ক্রুষ্ণা
বিষহরি
এই সিরিজের মুখ্যভূমিকায় দেখা যাবে রাজনন্দিনী ও শোলাঙ্কি রায়। একদিকে পরিবারের গোপ𒁏ন সত্যিকে লুকিয়ে রাখতে চাওয়া শোলাঙ্কি। অন্যদিকে, নাগপঞ্চমীর রাতে বহু প্রাচীন একটি শাপের সত্যতা নিয়ে প্রশ্ন করে বসা নববধূ রাজনন্দিনী। কাল্পনিক রহস্য মোড়া এই ওয়েব সিরিজ খুব তাড়াতাড়ি আসতে চলেছে হইচই-এর পর্দায়।
রঙ্গিলা কিতাব
বাংলাদেশের হইচইয়ের ওয়েব সিরিজও এপাড় বাংলায় খুবই প্রশংসা পেয়ে এসেছে। 'কারাগার' থেকে 'মহানগর' সবটা নিয়েই দর্শকরা খুব উচ্ছ্বসিত ছিলেন। এবার আসছে 'রঙ্গিলা কিতাব'। এই ওয়েব সিরিজে🤪র মুখ্যভূমিকায় দেখা যাবে মুস্তাফিজুর নুর ও পরিমণিকে। জীবনযুদ্ধ ও একটি✱ ক্রিমিনালের জীবনের গল্প নিয়ে তৈরি হয়েছে এই ওয়েব সিরিজ।
নিকষ ছায়া
ভূত চতুর্দশꦛীর আবহেই ফিরছেন পর্দার ‘নীরেন ভাদুড়ি’ চিরঞ্জিৎ চক্রবর্তী। 'পর্ণশবরীর শাপ'-এর দ্বিতীয় ভাগ নিয়ে আসছেন অভিনেতা পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। চিরঞ্জিৎ চক্রবর্তী সঙ্গে এবারেও থღাকছেন সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, অনিন্দিতা বসু ও অর্ণ মুখোপাধ্যায়।
কালরাত্রি
বেশ কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছিল ওয়েব সিরিজে এবার দেখা যাবে অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডুকে। তাঁর প্রথম লুকও হয়েছিল ভꦓাইরাল। নতুন বিয়ে আর তারপরে 'দেবী'-র জীবনের ওঠাপড়া নিয়েই এগিয়ে যাবে এই ওয়েব সিরিজের রহস্যময় গল্প।
বোহেমিয়ান ঘোড়া
অমিতাভ রেজা চৌধুরীর পরিচালনায় এক ট্রাক ড্রাইভারের গল্প নিয়ে আসছে 'বোহেমিয়ান ঘোড়া'। এখানে মুখ্য চরিত্রে দেখা যাবে মোশারফ করিমকে। বাংলাদেশের প্রে�𒁃�ক্ষাপটে তৈরি হবে এই গল্প।