তথ্য ও সম্প্রচার মন্ত্রক পাবলিক সার্ভিস ব্রডকাস্টিংয়ের বিষয়ে নানা প🧸রামর্শ এবং বাধ্যবাধকতা জারি করল যা মেনে চলতে হবে টিভি চ্যানেলগুলোকে। এই নির্দেশিকাগুলির মধ্যে অন্যতম হল প্রতিদিন অন্তত ৩০ মিনিট করে সরকার প্রযোজিত শিক্ষামূলক অনুষ্ঠান দেখাতে হবে বেসরকারি চ্যানেলগুলিকে।
সোমবার, ৩০ জানুয়ারি, ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে নতুন নিয়মাবলী প্রকাশ্যে আনা হল। জানা গিয়েছে পাবলিক সার্ভিস সংক্রান্ত বিষয়গুলো প্রতিদিন দেখাতে হবে। আর এই নিয়ম আগামী ১ মার্চ থেকে কার্যকরী হবে। এবং এই সম্প্রচার রাত ১২টা থেকে সকাল ৬টার মধ্যে করা যাবে না বলেই জানানো হয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে একটানা ৩০ মিনিট সেটা সম্প্রচ﷽ার করতে হবে এমনটা নয়, বিভিন্ন ভাগে ভেঙে দেখানো যেতে পারে।
একই সঙ্গে এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, 'এই কনটেন্ট একটানা ৩০ মিনিট দেখাতে হব💙ে এমনটা নয়। ছোট ছোট ভাগে ভেঙে দেখানো যেতে পারে। বিরতির সময় পাবলিক সার্ভিস সংক্রান্ত সম্প্রচার করলে বিরতির জন্য যে নির্দিষ্ট সময় সীমা থাকে ১২ মিনিটের সেটাকে গণ্য করা হবে না।'
প্রতি মাসে ১৫ ঘণ্টা করে পাবলিক সার্ভিস সংক্রান্ত বিষয় দেখাতে হবে। সম্ܫমিলিতভাবে প্রতি মাসের শেষে এট꧑া দেখা হবে। তবে মধ্যরাত থেকে ভোর ৬টার মধ্যে সেটা সম্প্রচার করা যাবে না।
প্রতি মাসের ৭ তারিখের মধ্যে ব্রডকাস্ট সেবা পোর্টালে প্রাইভেট ব্রডকাস্টাররা একটি মাসিক রিপোর্ট জমা দেবেন। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'বার্ষিক রিপোর্টের সঙ্গে একটি কমপꦆ্লায়েন্স সার্টিফিকেট জমা দিতে হবে ব্রডকাস্টারদের।'
তবে এই নিয়মের থেকে ছাড় পাবে বিদেশি চ্যানেল সহ ভারতীয় সংব🍃ꦜিধানের অষ্টম তফসিলে উল্লিখিত ভাষার চ্যানেল।
এছাড়াও স্পোর্টস, আধ্যাত্মিক, যোগব্যায়াম সংক্রান্ত তথ্য সম্প্রচার করা হয় যে চ্যানেলগুলোতে তাদের কোনও মাসিক রিপোর্ট জমা দিতে হবে না ব্রডকাস্ট সেবা পোর্টালে। তবে ♈ব্রডকাস্টারদ🐟ের প্রতি ৯০ দিনে কী কী দেখানো হয়েছে চ্যানেলে সেটার রেকর্ড রাখতে হবে। এমনটাই উপদেষ্টামন্ডলী জানিয়েছে।
গত বছরের ৯ নভেম্বর ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত🐎্রক জানিয়েছিল যে ভারতের প্রতিটি প্রাইভেট চ্যানেলে 🌼৩০ মিনিট করে পাবলিক সার্ভিস প্রোগ্রাম দেখাতে হবে। এর মধ্যে জাতীয় গুরুত্ব রয়েছে এমন বিষয় দেখানো আবশ্যক। প্রতিদিন এটা দেখাতে হবে।
তবে ব্রডকাস্টাররা তাদের কনটেন্টকে নিজেদের সুবিধা মতো মডিফাই করতে পারবেন। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'প্রতিটি প্রোগ্রামে উপযোগী পাবলিক সার্ভিস প্রোগ্রাম দেখানো উচিত। তবে সেটা এমন ভাবে করা উচিত যাতে পাবলিক সার্ভিস ব্রডকাস্টিংয়ের যে উদ্দেশ্য সেটা সফল হয়।' এছাড়া এটাও জানানো হয়েছে যে এক কনটেন্ট আবার একাধিকবার দেখানো যেဣতে পারে একাধিক টিভি চ্যানেলে। একই সঙ্গে বলা হয়েছে, একটি কমন ই-প্ল্যাটফর্ম ত💮ৈরি করা যেতে পরে যেখানে প্রাসঙ্গিক ভিডিয়ো বা পাঠ্য বিষয়বস্তু এক জায়গায় রাখা যেতে পারে। ফলে ভবিষ্যতে প্রয়োজন মতো টিভি চ্যানেলগুলো এগুলোকে অ্যাকসেস করতে পারবে, একই সঙ্গে ব্যবহার করতে পারবে।'