এই মুহূর্তে বাংলা টেলিভিশনের হার্টথ্রব নায়িকা আরাত্রিকা মাইতি। মিঠিঝোরার রাইপূর্ণার অভিনয়ের জাদুতে বুঁদ সকলেই। অনেক ভুল বোঝাবুঝির পর ফের অনিবার্ণকে ক্ষমা করে দিয়েছে রাই। রাই-অনির্বাণকে একসঙ্গে দেখে খুশি ভক্তরা। গল্পে অবশ্য আপতত মূল ফোকাস স্রোত আর সার্থকের বিয়ে! তার মাঝেই অফস্ক্রিনে একফ্রেমে ধরা দিল আরাত্রিকার রিল আর রিয়েল লাইফ পার্টনার! আরও পড়ুন-প্রেমের গুঞ্জন🍰ের মাঝেই বিজয়াতে লালে রাঙা আরাত্রিকা-আ🃏র্য! সম্পর্কে শিলমোহর দিলেন কি?
হ্যাঁ, গত কয়েকদিন ধরেই অভিনেতা আর্য দাশগুপ্তর সঙ্গে আরাত্রিকার প্রেমের গুঞ্জন তুঙ্গে। বিজয়া দশমীতে নিজেদের সম্পর্ককে ইনস্টা অফিসিয়্যালও করে দিয়েছেন দুজনে। প্রকাশ্যে অবশ্য প্রেম নিয়ে মুখে কুলুপ দুজনেরই। এর মাঝেই ইনস্টাগ্রামে ভেসে এল এক ছবি। সুমন অর্থাৎ অনিবার্ণের চর্চিত প্রেমিকা শীর্ষার সৌজন্যে একফ্রেমে ধরা দিলেন আরাত্রিকা, সুমন ও আর্য। ছবিতে 🐲আর্যর শরীরে মাথা এলিয়ে দিয়েছেন আরাত্রিকা। সুমনের কোল ঘেঁষে দাঁড়িয়ে রয়েছেন শীর্ষা।
একদম ঘরোয়া আড্ডার ফাঁকে তোলা এই ছবিতে দেখা গেল অভিনেত্রী সোহিনী গুহ রায়ের ‘স্বামী’ কল্লোলের🃏ও। যদিও ইতিমধ্যেই বিচ্ছেদের পথে হেঁটেছেন দুজনে। ছবির ক্যাপশনে লেখা, ‘হঠাৎ করেই প্ল্যান করা, না-ভোলার মতো স্মৃতি’। এই ছবির কমেন্ট বক্সে ফ্যানেরা রাই-অনিবার্ণের মাঝে ‘তৃতীয় ব্যক্তি’ দেখে মোটেই খুশি নয়। একজন লেখেন, রাই-অনিবার্ণের মতো রিয়েল লাইফেও সুমনদা আর আরত্রিকাদি একসঙ্গে হলে ভালো হত'। কারুর মতে আবার আর্যকে নাকি আরাত্রিকার ভাইয়ের মতো লাগছে। অনেকেই আবার দুজনকে পাশাপাশি দেখে লাল হৃদয়ের ইমোজিও জুড়েছেন।
আরও🍌 পড়ুন-আর্যর সঙ্গে প্রেম করছেন ‘মিঠিঝোরা’র আরাত্রিকা? সম্পর্কের কী নাম দিলেন 𒅌দুজনে?
আজকাল আর্য-আরাত্রিকার সোশ্যাল মিডিয়াতে উঁকি দিলেই নজরে আসছে নাচের রিল ভিড♏িয়ো। কখনও দক্ষিণী গানের তালে পা মেলাচ্ছেন, কখনও আবার রোম্যান্টিক হিন্দি গানে কাছাকাছি দুজনে।
শ্যুটিং সেটে সুমনকে সঙ্গে নিয়েও রিল ভিডিয়ো ধরা দেন আরাত্রিকা। এই অনস্ক্রিন জুটির সম্পর্ক কিন্তু খুনসুটিতে ভরপুর। আজকাল যেখানে অনেক অনস্ক্রিন জুটি বাস্তবে পরস্পরের মুখ দেখতেও চান🍬 না, ইন্টারভিউ দেও𝔍য়া তো দূর অস্ত, সেখানে সুমন-আরাত্রিকার বন্ধুত্ব কিন্তু জমজমাট।
আরও পড়ুন-‘রাꦉই অনেকবার অনিবার্ণকে ক্ষমা করেছে, আরাত্রিকা হলে কবেই সম্ജপর্ক ভেঙে দিত’
ছোটপর্দার চেনা মুখ আর্য। তাঁকে ছোটপর্দায় শেষ দেখা গিয়েছে গাঁটছড়া ধারাবাহিকে,গৌরব-শোলাঙ্কির ছেলের চর෴িত্রে। ওয়েব সিরিজ ও বড় পর্দাতেও চুটিয়ে কাজ 🍒করছেন তিনি।