দু-দিন পর হাসপাতাল থেকে ছুটি পেলেন ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী। গত শনিবার ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন মিঠুন চক্রবর্তী। আপতত সুস্থ ‘ডিস্কো ডান্সার’। নিজের 𓃲পায়ে হেঁটে গটগটিয়ে বার হলেন হাসপাতাল থেকে। উৎসুক ভক্তদের উদ্দেশ্যে হাত নেড়ে সৌজন্য় বিনিয়ম করলেন।
হাসপা꧅তাল থেকে বেরিয়ে সংবাদমাধ্য়মের মুখোমুখিও হন তারকা। জানালেন তাঁর একমাত্র সমস্য়ার কারণ, সঙ্গে বিজেপিকে নিয়েও রইল তাঁর বার্তা। বললন, দলের উত্থানের সময় এসেছে। মিঠুনের কথায়, অতিরিক্ত খাওয়ার জেরেই অসুস্থ হয়েছেন তিনি, খাওয়া-দাওয়া নিয়ন্ত্রণ করতে হবে। স্পষ্ট জানালেন। মহাগুরু বলেন, ‘কোনও সমস্যা নেই। সমস্যা খাওয়াতে। আমি গোগ্রাসে খাই…যাঁদের ডায়াবিটিস রয়েছে, ভাববেন না মিষ্টি না খেলে কিছু হবে না। খাওয়া নিয়ন্ত্রণ করুন। আমার সমস্যা, বেশি খেয়েছি। আমি রাক্ষস। বকা খেলাম।’
এখন তিনি একদম ফিট, স্পষ্ট জানান মিঠুন। খাদ্যাভ্যাসে বদল আনার চেষ্টা করবেন এখন থেকে শপথ নিলেন মহাগুরু। সুস্থ হতেই লোকসভা ভোটের চিন্তা মিঠুনের মাথায়। তবে সাফ করলেন তিনি প্রার্থী হবেন না। জানান, ℱ‘আমি প্রার্থী হলে বাকি ৪২টা কেন্দ্রের কী হবে’। সঙ্গে বললেন, ‘বিজেপি করব। আমাদের 🔜রাজ্যের বাইরে অন্য রাজ্যে ডাকলে, তা-ও যাব। বিজেপির উত্থানের সময় এসেছে।’
তৃণমূল বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তী প্রযোজিত ‘শাস্ত্রী’র শ্যুটিংয়েই কলকাতায় এসেছিলেন মিঠুন। মাঝপথে অসুস্থ হওয়ায় শ্য়ুটিং নিয়েও চিন্তিত অভিনেতা।🤡 রবিবার হাসপাতালের বিছানায় শুয়েই বিজেপির সুকান্ত মজুমদারকে বলেছেন, ‘কাল থেকে শ্য়ুটিং করতে পারেই ভালো হত’। তবে চিকিৎসকরা আপতত সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন অভিনেতাকে। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোন মারফত মিঠুনের খোঁজখবর নেন। সেই প্রসঙ্গে এদিন অভিনেতা জানান, ‘দারুণ শ্রদ্ধা করি প্রধানমন্ত্রীকে।’
এদিকে সোমবার শুভেন্দুর সন্দেশখালি যাত্রা রুখে দিয়ে ফের বিজেপির চোখে ভিলেন রাজ্য-পুলিশ। মিঠুন সাফ বললেন,🐓 ‘শুভেন্দুকে আটকে কী হবে? ও ভেঙে বেরি♛য়ে যাবে। ও খুব শক্তিশালী নেতা। আটকে কোনও লাভ নেই।’
অভিনেতার মস্তিষ্কের ইস্কেমিক সেরিব্রোভাসকুলার অ্যাক্সিডেন্ট (স্ট্রোক) ধরা পড়ে গত শনিবার। ওইদিন সন্ধ্যায় হাসপাতালের তরফে বিবৃতি💮তে উল্লেখ করা হয়, অভিনেতাকে ডান, উপরের এবং নীচের অঙ্গগুলিতে দুর্বলতার অভিযোগ নিয়ে হাসপাতালে আনা হয়েছিল। বর্তমানে তিনি প্রয়োজনীয় চিকিৎসা নিচ্ছেন এবং চিকিৎসকদের একটি দলের পর্যবেক্ষণে রয়েছেন।
মৃণাল সেন পরিচালিত 'মৃগয়া' চলচ্চিত্💯রে অভিনয়ের মাধ্যমে তিনি তার কর্✃মজীবন শুরু করেন, যা তাকে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এনে দেয়। 'ডিস্কো ডান্সার', 'অগ্নিপথ', 'ঘর এক মন্দির', 'জল্লাদ', 'পেয়ার ঝুকতা নেহি' তাঁর আরও কয়েকটি জনপ্রিয় ছবি। একটা সময় তৃণমূলের ঘনিষ্ঠ মিঠুন, ২০২১ সালের ৭ মার্চ কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন তিনি।