মাহি নামের সঙ্গে ক্রিকেটের একটা অদ্ভূত যোগ আছে। বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ডাক নাম মাহি। তবে রাজকুমার-জাহ্নবীর ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’র সঙ্গে ধোনির কোনও যোগ নেই! তবে মাহি নামের জাদুতেই বক্স অফিসে দুর্বল চিত্রনাট্য নিয়েও টিকে গেল এই ছবি! আরও পড়ুন-দ্বিতীয় ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚদিনেই হুড়মুড়িয়ে কমলো Mr and Mrs Mahi-র আয়! নির্বাচনী আবহে শনিবার মোট কত ঘরে তুলল রাজকুমারের ছবি?
Sacnilk.com রিপোর্ট অনুসারে, প্রথম রবিবারে ছবির আয় লাফিয়ে বেড়েছে। মুক্তির তৃতীয় দিনে এই ছবির কালেকশন ছিল ৭ কোটি ছুঁঁইছুঁই। যার ফলে ভারতেဣর তিনদিনে ছবির মোট আয় প্রায় ১৭ কোটি টাকা। করণ জোহরের ধর্মা প্রোডাকশনের প্রযোজনায় তৈরি হয়েছে শরণ শর্মা পরিচালিত এই ছবি।
মিস্টার অ্যান্ড মিসেস মাহির ঘরোয়া বক্স অফিস
মুক্তির প্রথম দিনে ৬.৭৫ কোটি টাকা এবং দ্বিতীয় দিনে ৪.৬ কোটি টাকা আয় করে ছিল ছবিটি। তৃতীয় দিনে এই ছবির আয় কমবেশি ৫.৫০ কোটি টাকা। অর্থাৎ নির্বাচনী আব💝হে শনিবারের চেয়ে সামান্য বেড়ছে ছবির টিকিট বিক্রির পরিমাণ। এখনও পর্যন্ত মিস্টার অ্যান্ড মিসেস মাহি মোট আয় করেছে ১৬.৮৫ কোটি টাকা।&nbs🍨p;
রা👍জকুমার রাও ও জাহ্নবী ছাড়াও এই ছবিতে রয়েছেন রাজেশ শর্মা, কুমুদ মিশ্র, জারিনা ওয়াহাবের মতো অভিনেতারা। এই নিয়ে দ্বিতীয়বার বড়পর্দায় দর্শক দেখল জাহ্নবী-রাজকুমার জুটি। এর আগে হরর ছবি ‘রুহি’তে একসঙ্গে দেখা মিলেছিল তাঁদের।
সম্প্রতি সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে জাহ্নবী শ্রীদেবী সম্পর্কে কথা বলেন। জাহ্নবীর মতে, ছবিতে তাঁর অভিনীত মহিমা চরিত্রের সঙ্গে শ💎্রীদেবীর উচ্ছ্বসিত ও প্রাণবন্ত চরিত্রের মিল রয়েছে। জাহ্নবী বলেন, ‘আমি বিশ্বাস করি, আজ পর্যন্ত আমি যꦺতগুলো চরিত্রে অভিনয় করেছি, তার মধ্যে আমি সেভাবে কোনও 'প্রাণখোলা' চরিত্র করার সুযোগ পাইনি। সমস্ত চরিত্রগুলি খুব নিরীহ এবং দয়ালু হয়েছে। তবে 'মিস্টার অ্যান্ড মিসেস মাহি'তে আমরা শুরু থেকেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে মহিমার চরিত্রটি খুব মজার এবং শক্তিশালী হবে। আশা করি, এই সিনেমা দেখার পরও আপনারও একই অনুভূতি হবে'।
মহেন্দ্র আর মহ✅িমার কাহিনি এই ছবি। দুজনেরই ডাক নাম মাহি। মহেন্দ্র (রাজকুমার রাও) একজন ব্যর্থ ক্রিকেটার। টিম ইন্ডিয়ার হয়ে মাঠে নামার স্বপ্ন অসম্পূর্ণ থেকেছে। তার স্ত্রী মহিমা (জাহ্নবী কাপুর) পেশায় ডাক্তার কিন্তু ক্রিকেটের অন্ধভক্ত। ক্রিকেট প্রেম মিলিয় দেয় তাদের। একদিন হঠাৎই স্ত্রীর লুকানো ট্যালেন্ট আবিষ্কার করে মহেন্দ্র। মহিমাকে ব্যাট হাতে খেলতে দেখে সে সিদ্ধান্ত নেয় প্রফেশন্যাল ক্রিকেটার হিসাবে স্ত্রীকে গড়ে তুলবে সে। অথচ তেমনটা করতে গিয়েই বিপত্তি। যে ক্রিকেট মিলিয়েছিল তাঁদের, তাই দূরে ঠেলে দেবে দুই মাহিকে।
ক্রিকেটের প্রেক্ষাপটে সাজানো 🦋নিপাট প্রেমের এই গল্প নির্বাচনী মরসুমে কেমন ফল করে, সেটাই এখন দেখার।