মহানায়ক উত্তম কুমারের ৪৪ তম মৃত্যুদিবসে এই বছর মহানায়ক সম্মান কারা পাচ্ছেন সেটা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সেখা☂নেই জানা গেল এবার সম্মান প্রাপকদের তালিকায় আছেন নচিকেতা চক্রবর্তী। কিন্তু তিনি তো অভিনেতা নন। তাহলে কেন তিনি এই পু🌸রস্কার পেলেন? কী জানালেন গায়ক?
আরও পড়ুন: 'লুফে নেব...' বিচ্ছেদের জল্পনার আগেই যিশু জানান ২ সুন্দরীর থেকে প্রেম প্রস্তাব পেলে ফে🃏রাবেন না! কারা তাঁ🎃রা?
কী বললেন নচিকেতা চক্রবর্তী?
যেহেতু নচিকেতা চক্রবর্তী অভিনেতা নন, এবং অভিনয় জগতে সে অর্থে তাঁর কোনও অবদান নেই, তাই তিনি এদিন মহানায়ক সম্মান পেতেই শুরু হয়েছে কটাক্ষের বন্যা। এবার এই বিষয়ে সাফাই দিয়ে তিনি টিভি ৯ বাংলাকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি🀅 অভিনয় করেছেন বলেই এই পুরস্কার পেয়েছে।
নচিকেতা চক্রবর্তীর কথায়, 'অভিনয় যেমন শিল্প, গানও শিল্প। তাই মহানায়ক সম্মান আমাকে দেওয়া হয়েছে। এই সম্মান এমন যে কোনও শিল্পীই পেতে পারেন যিনি কোনও 🌠শিল্পে পারদর্শী। আর তাছাড়া আমি তো অভিনয় করেছি। ৩ থেকে ৪ টি ছবিতে আমি নচিকেতা হয়েই অভিনয় করেছি। তাতে গান গেয়েছি।'
এবারের মহানায়ক সম্মান প্রসঙ্গে
আজ মহানায়ক উত্তম কুমারের মৃত্যু দিবস। ৪৪ বছর আগে না ফেরার দেশে পাড়ি দেন তিনি। রেখে যান তাঁর কাজ এবং অগণিত ভক্তদের। আজ বাংলা ছবির মহানায়ক বলতে সকলেই তাঁকে বোঝেন। আর এমন দিনেই এবারের মহানায়ক সম্মান প্রাপকদের নাম ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রচনা বন্দ্যোপাধ্যায়, অম্বরীশ ভট্🎃টা🍸চার্য, নচিকেতা চক্রবর্তী, শুভাশিস মুখোপাধ্যায়, রুক্মিণী মৈত্র এই পুরস্কার পেয়েছেন।