আরজি কর কাণ্ডের বিচার এখনও অধরা। গোটা শহর দিন গুনছে বিচারের আশায়। মাঝে কিছুটা ঝিমিয়ে পড়লেও আবার মাথাচাড়া দিয়🍸ে উঠেছে আন্দোলন। দেবীপক্ষের আগমন আর মাত্♑র কয়েকদিনের অপেক্ষা। তার আগে এই ন্যক্কারজনক ঘটনা নিয়ে মুখ খুললেন অমিতাভ বচ্চনের নাতনি। কী জানালেন নভ্যা?
আরজি কর নিয়ে কী বললেন নভ্যা?
কলকাতার বুকে আরজি করে কর্মরত অবস্থায় যেভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে বছর ৩১ এর তরুণী চিকিৎসককে সেই ঘটনার বিরুদ্ধে এদিন মুখ খুললেন ন✤ভ্যা নভেলি নন্দা। তিনি সামাজিক ভাবেই বদল চেয়েছেন। ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষা♊ৎকারে বলেছেন সমাজকে এর দায় নিতে হবে। বদল আনতে হবে। তিনি এদিন বলেন, 'ঘটনাগুলোয় সমস্যা লুকিয়ে নেই, সমস্যা দায়িত্ব না নেওয়ায়।'
আরও পড়ুন: 'অনেক ভুল করেছি, কাউকে দোষারোপ💖ের...' রিহ্যাব থেকে বেরিয়েই নিজেকে শুধরে নেওয়ার বার্তা নোবেলের
নভ্যার মতে কর্মক্ষেত্র অনেক বেশি নিরাপদ হয়েছে এখন মহিলাদের জন্য। পাবলিক এরিয়াও। এবার বাড়ি এবং সমাজকে আরও বেশি নিরাপদ করে তুলতে হবে। মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কঠিন নিয়মꦇ এবং আইন আনতে হবে তাঁর মতে। তবে, কেবল নিয়ম এনে, আইন বানিয়েই ক্ষান্ত হলে হবে না। নভ্যার মতে সমাজকে সেই নিয়ম এবং আইন মেনে চলতে হবে যথাযথ ভাবে।
নভ্যার মতে মহিলাদের আরও বেশি নিরাপত্তার প্রয়োজন আছে। একই সঙ্গে বদল দরকার সমাজেও। আর সেই বদল আনার জন্য সমাজের প্রতিটা স্তরের প্রতিটা মানুষকে চেষ্টা করতে হবে। মহিলাদের উ🔜পর কোনও অত্যাচার হলে দ্রুত এবং সঠিক পদক্ষেপ এবং বিচার করতে হবে যাত♎ে পরবর্তীতে আর কেউ সেই ঘটনা না ঘটায়।
আরও পড়ুন: উৎসবে ফিরুন বললেল 'ইকলাখ' দেব, সঙ্গে 🗹প্রতিবাদীদের🀅 জন্যেও দিলেন বিশেষ বার্তা