আর মাত্র কয়েকঘন্টা বাদেই অযোধ্যায় রামলালার প্রাণপ্রতিষ্ঠা। গোটা দেশের নজর এখন সেইদিকে। কিন্তু এর মাঝেই সোশ্যাল মিডিয়া সরগরম নয়নতারার ছবি ‘অন্নপূর্ণি’কে ঘিরে। নেটফ্লিক্স থেকে ছবি ডিলিট করা হলেও বিতর্কের আঁচ কমেনি। শ্রীরামচন্দ্র তথা হিন্দু ধর্মকে অপমান এবং হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে দেশের একাধিক প্রান্তে এফআইআর রুজু হয়েছে এই ছবির বিরুদ্ধে⛄।
হিন্দু সংগঠনগুলির চাপ এবং আইনি ঝামেল💯া এড়াতে নেটফ্লিক্স গত ১০ই জানুয়ারি তড়ঘড়ি এই ছবি নিজ প্ল্যাটফর🍸্ম থেকে সরিয়ে নেয়, নিঃশর্ত ক্ষম চায় সহযোগী প্রযোজক জি স্টুডিওজ। এবার ‘অন্নপূর্ণি' বিতর্ক নিয়ে জয় শ্রী রাম লিখেই ক্ষমা চাইলেন অভিনেত্রী নয়নতারা।
পরিচালক নীলেশ কৃষ্ণার ‘অন্নপূর্ণি: দ্য গডেস অফ ফুড’-এ লাভ জিহাদের প্রচার করা হয়েছে, হিন্দু ভগবান রামের অপমান ক🃏রা হয়েছে ছবিতে, অভিযোগ এমনটাই। এদিন সোশ্যাল মিডিয়া পোস্টে নয়নতারা লেখেন, ‘একটা ইতিবাচক বার্তা দিতে গিয়ে হয়তো আমরা অজান্তেই আপনাদের ভাবাবেগে আঘাত করে ফেলেছি। তবে সেন্সরে ছাড়পত্র পাওয়া একটি ছবি যা কিনা সিনেমা হলে দেখানোও হয়েছিল, তা ওটিটি প্ল্যাটফর্ম থেকে তুলে নেওয়া হবে বলে আশা করিনি। আমি কিংবা আমার টিমের কোনও উদ্দেশ্য ছিল না কারও ভাবাবেগে আঘাত করার। এবং এই বিষয়ের গুরুত্ব আমরা বুঝতে পেরেছি। আমি যথেষ্ট আধ্যাত্মিক এবং নিজে দেশের বিভিন্ন মন্দিরে পুজো দিয়েছি। তাই এহেন কাজ আমি কখনোই করব না। যারা এহেন ঘটনায় আঘাত পেয়েছেন, তাঁদের কাছে ক্ষমা চাইছি।’
শাহরুখের জওয়ান নায়িকা আরও জানান, গত দু-দশক ধরে ইন্ডাস্ট্রিতে নিজের কাজের মাধ্যমে ইতিবাচক এবং সদার্থক বার্তাই দেওয়ার চেষ্টা করেছেন তিনি। ‘অন্নপূর্ণি'ও একই উদ্🔯দেশ্য নিয়ে তৈরি।
বিরিয়ানি রান্না করতে হিন্দু ব্রাহ্মণ পুরোহিতের মেয়ে নামাজ পড়ছে, ছবির এই দৃশ্য ঘিরে আপত্তি তোলে নেটিনেজরা। অন্যদিকে ছবিতে দেখা যায়, ফারহান (জয় অভিনীত চরিত্র) অন্নপূর্ণিকে মাংস খেতে বাধ্য করে এই বলে, যে ভগবান শ্রীরামও বনবাসে থাকাকালীন মাংস খেতেন’। এর জেরেই নয়নতারার পাশাপাশি, জয়, পরিচালক নীলেশ কৃষ্ণ, প্রযোজক যতীন শেটি, আর রবীন্দ্র, পুনিত গোয়েঙ্কা, জি স্টুডিও-র চিফ বিজনেস হেড অফিসার শারিক প্যাটেট এবং নেটফ্লিক্স ইন্ডিয়ার প্রধান ꦓমনিকা শেরগিলের বিরুদ্ধে দেশের একাধিক জায়গায় এফআইআর দায়ের হয়।
গত ১লা ডিসেম্বর থিয়েটারে মুক্তি পায় অন্নপূর্ণি। চার সপ্তাহের মধ্যেই ওটিটি-তে চলে আসে এই ছবি, তারপরই বিতর্ক মাথাচাড়া দেয়। এই ছবির বিরুদ্ধে মুম্বইয়ে অভিযোগ দ✃ায়ের করেছে বজরং দল এবং হিন্দু আইটি সেল। নয়নতারার ক্ষমাপ্রার্থনার পর বিতর্কের আগুন নিভবে কিনা🐲 সেটাই দেখার।