'𒅌জওয়ান'-ব্লকবাস্টার। আর শাহরুখের ছবির হাত ধরেই বলিউডে পা রেখেছিলেন দক্ষিণের 'লেডি সুপারস্টার' নয়নতারা। তবে 'জওয়ান' মুক্তির পরপরই শাহরুখ আর 'জওয়ান' নির্মাতাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন নয়নতারা। অভিযোগ ছিল ছবিতে তাঁর চরিত্রকে কম গুরুত্ব দেওয়া, স্ক্রিন টাইম কম হওয়া নিয়ে। ছবির ফাইনাল এডিটে নয়নতারার♔ বেশ কিছু গুরুত্বপূর্ণ দৃশ্য ছেঁটে ফেলা হয়েছে। আর উল্টে দীপিকা পাড়ুকোনের চরিত্রের স্ক্রিনটাইম বাড়ানো হয়েছে বলে অভিযোগ। অর্থাৎ নয়নতারাকে সাইডলাইন করা হয়েছে।
এদিকে সেই নয়নতারাই ফের একবার ‘হ্যালো’ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে শাহরুখকে 🃏নিয়ে মুখ খুললেন। ঠিক🐼 কী বলেছেন দক্ষিণের ‘লেডি থালাইভি’?
শাহরুখের প্রশংসায় নয়নতারা
নয়নতারা জানিয়েছেন, অ্যাটলি তাঁর ঘনিষ্ঠ বন্ধু। আর 'জওয়ান' ছবিতে অ্যাকশন-প্যাকড চরিত্রে থাকায় তিনি ওই প্রজেক্ট নিয়ে উচ্ছ্বসিত ♑ছিলেন। অ্যাকশন-থ্রিলারে শাহরুখের বিপরীতে অভিনয় করা নিয়ে প্রশ্ন করা হলে নয়নতারা বলেন, ‘এমন কে আছে যে ওঁর (শাহরুখের) অনুরাগী নয়? আমরা সকলেই ওঁর ছবি দেখেই বড় হয়েছি। 🍸সকলেই ওঁর ছবি পছন্দ করি। উনি একজন তারকা হওয়ার পাশাপাশি, আমি সত্যিই এই বিষয়টির প্রশংসা করি যে তিনি মহিলাদের অনেক সম্মান করেন। তবে আমি মোটামুটি নিশ্চিত ছিলাম যে জওয়ান বিশাল প্রভাব ফেলবে। আর ইন্ডাস্ট্রিতে এত বছর কাজ করার পরে, এটা বোঝাই যায় যে কোন ছবি বক্স অফিসে সফল হতে চলেছে।’
অ্যাটলির জওয়ান
'জওয়ান'-এ নর্মদা রাইয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন নয়নতারা। এদিকে শাহরুখ জওয🐷়ান ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেন। বাবা ও ছেলে উভয় চরিত্রেই দেখা যায় নয়নতারাকে। ছবিতে দীপিকা পাড়ুকোনের একটি বর্ধিত ক্যামিও ছিল। বিজয় সেতুপতি ছাড়াও প্রিয়ামণি, সানিয়া মালহোত্রা, ঋদ্ধি ডোগরা, সুনীল গ্রোভার, গিরিজা ওক এবং ওমকার দাস মানিকপুরী গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। সিনেমাটিতে সঞ্জয় দত্তেরও একটি বিশেষ উপস্থিতি ছিল।
এদিকে দক্ষিণে নয়নতারাকে শেষ দেখা গিয়েছিল কলিউড ড্রামা 'আন্নাপুরানি: দ্য গডেস অফ ফুড'-এ। এরপর তিনি এস শশীকান্তের স্পোর্টস ড্রামা দ্য টেস্ট-এ আর মাধবন ও💎 তৃষা কৃষ্ণনের সহ-অভিনেতা হিসাবে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন। বর্তমানে তিনি ডুড ভিকি পরিচালিত 'মান্নানগাট্টি: ১৯৬০' সিনেমার শুটিং করছেন।