‘নিম ফুলের মধু’-র তিন্নি হয়ে দর্শকদের মন🔴 জয় করে নিয়েছেন নবনীতা মালাকার। জলপাইগুড়ি থেকে ট🍰লিগঞ্জের সফর পূরণ করতে কম ঝক্কি সামলাননি। পরিবারেও মুখোমুখি হয়েছেন অনেক ওঠাপড়ার। তবে নবনীতার জীবনে সদ্য এন্ট্রি নিয়েছে তাঁর ভালোবাসার মানুষ। সম্প্রতি দিদি নম্বর ১-এ এসে হবু বরকে নিয়ে কথা বলতে শোনা গেল নবনীতাকে।
রচনাই ফাঁস করলেন, মাসখানেক আগে নর্থবেঙ্গলে এই স্পেশাল মানুষটির সঙ্গে ছুটি কাটিয়꧟ে এসেছেন নবনীতা। অভিনেত্রীর কথায়, ‘এত বছর ধরে একা-একা তো। মা-বাবা আর নিতꦅে পারছে না। বলছে কিছু একটা করে আমাদের ছেড়ে বিদায় হ’। সঙ্গে জানালেন, ইন্ডাস্ট্রির কেউ নন নবনীতার মনের মানুষ।
‘মানুষটা খুব ভালো। ও হচ্ছে আমার খুব ভালো বন্ধু। ব্যাপারটা অ্যারেঞ্জড পুরোটাই। এখনও যদিও বিয়ের সময় বা তারিখ ঠিক হয়নি।’, ফাঁস ꧃করলেন নবনীতা।
হবু বরের প্রশংসা করে নবনীতা জানালেন, ‘ছেলে খুব ভালো। পরিবারও ভালো। আমার মা-বাবা যদিও বলে, তোকে দুদিন পর তাড়িয়ে দেবে। নি♐য়ে গিয়ে আবার ফেরত দিয়ে যাবে।’
নবনীতার ইনস্টাগ্রামে ঢুঁ মারলে দেখা যাবে সুমিত মিত্রের সঙ্গে আজকাল প্রচুর ছ꧋বি শেয়ার করছেন তিনি। কোনও ছবির ক্যাপশন বন্ধুত্বের, তো কোনও ভালোবাসার। যদিও এটাই প্রেমিক কি না, তা খোলসা করেဣ বলেননি তিনি।
দিদি নম্বর ১-এ এসে নবনীতা বাড়িতে মায়ের অসুস্থতা, বাবার জীবনযুদ্ধের লড়াই নিয়েও কথা বললেন। জানালেন, ছোট থেকে বেশ কষ্ট করেই বড় হয়েছেন। নিম্নবিত্ত পরিবারের মেয়ে। বাবার ড্রাইভিং স্কুল। তাঁকে আর তাঁর দুই বোনকে মানুষ করেছেন একাই। তবে নবনীতা কাজ শুরু করার পরেই, 𓆏মায়ের প্যারালাইসিস হয়ে যায়। ডাক্তার জবাবও দিয়ে দিয়েছিলেন, ৬ মাসের বেশি বাঁচানো যাবে না। তারপর থেকে ঘরের হাল ধরেন নবনীতা আর তাঁর বাবা।
নিম ফুলের মধু-র পাশাপাশি বর্তমানে সান বাংলার রূপসাগরে মনের মানুষ ধা👍রাবাহিকে💙ও দেখা যাচ্ছে নবনীতাকে। তাঁর চরিত্রের নাম রাগিনী। এর আগে কাজ করেছেন পুণ্যি পুকুর, মনসা, মহাপ্রভু শ্রীচৈতন্যর মতো ধারাবাহিকে।