এটা ট্যাক্স বেনিফিট না কমতি এবারের বাজেট দেখে ঠাওর করতে পারছে না নেটপাড𝐆়া! LTCG এবং STCG, দুটোর ক্ষেত্রেই ট্যাক্স বৃদℱ্ধি করা হয়েছে। ৩ লাখের বেশি আয় হলেই ৫ শতাংশ কর দিতে হবে। নির্মলা সীতারামনের পেশ করা বাজেট নিয়ে শুরু মিমের বন্যা।
মঙ্গলবার ২৩ জুলাই অꦿর্থমন্ত্রী নির্মলা সীতারামন যে ব♏াজেট পেশ করলেন সেখান নতুন ট্যাক্স রেজিমে স্ট্যান্ডার্ড ডিডাকশন ৫০ হাজার থেকে বাড়িয়ে ৭৫ হাজার করা হয়েছে। একই সঙ্গে LTCG এবং STCG তেও বাড়ানো হয়েছে করের পরিমাণ।
বাজেট শুনে কী বলছে নেটপাড়া
অনেকেই সরকারের এই সিদ✅্ধান্তকে জঘন্য সিদ্ধান্ত বলে দাবি করছেন, বিশেষ করে LTCG এবং STCG এর ক্ষেত্রে কর বাড়ানো নিয়ে। কেউ🌸 আবার লেখেন, 'ইনকাম ট্যাক্স যাঁরা দেন তাঁদের জন্য কিছুই ঘোষণা করা হল না। কতজন মানুষ আর পুরনো স্কিম ব্যবহার করেন? এক নতুন কাজ করছেন যাঁরা বা ৫ বছর হয়নি যাঁদের কোনও কাজের তাঁদের।'
কেউ আবার লেখেন, '১৭০০০ টাকা পাবে কর দিতে হবে। ৩ বিএইচকে ফ্ল্যাট বুক করে নাও বন্ধুরা।' প্রসঙ্গত নির্মলা🐽 সীতারামন বলেছেন যে এবার স্যালারি পান যাঁরা তাঁরা ১৭ হাজার ৫০০ টাকা করে বাঁচাতে পারবেন, সেটাকেই এভাবে কটাক্ষ করা হয়েছে।
আরও পড়ুন: প্রতিযোগীদের 'জীবন বদলাতে' প্রস্তুত কৌন বনেগা ক্রোড়পতি ১৬,👍 কবে থেকে শুরু হচ্ছে অমিতাভ সঞ্চালিত শো?
কেউ আবার লেখেন 'LTCG বাড়ানো হল। এবার মধ্যবি𝓡ত্তরা আরও বেশি করে মোদীর আত্মনির্ভর ভারত বানাতে সাহায্য করবে।' আরেক ব্যক্তি লেখেন, 'হয় বড়লোক যাঁরা তাঁদের স্বার্থ দেখা হয়েছে, নইলে গরীবদের। মধ্যবিত্তদের যত পারছে শুষে নিচ্ছে। এতেই সব সমস্যার সমাধান হয়ে যাবে।' কেউ আবার লেখ🐼েন, 'নাও হয়ে গেল...!'