বাংলার হারিয়ে যাওয়া বহু লোকশিল্পের মধ্যে উল্লেখযোগ্য লোকপাܫলা 'গম্ভীরা'। এই গম্ভীরা গানের উৎপত্তি পশ্চিমবঙ্গের মালদা জেলার হিন্দুসমাজে। এই লোকশিল্প নিয়েই আসছে নতুন ছবি ‘নানা হে’। অভিনয় করছেন খরাজ মুখোপাধ্যায়, শ্রীতমা দে, বিমল গিরি, শ্রেয়া ভট্টাচার্য, অঞ্জন কাঞ্জিলাল, ꦕপ্রল্লাদ সর্দার ও কাঞ্চনা মৈত্ররা।
গম্ভীরা নৃত্যটি উত্তরবঙ্গের অর্থাৎ পশ্চিমবঙ্গের মালদহ জেলা জুড়ে চৈত্র সংক্রান্তির উৎসবের সময় প্রদর্শিত হয়। মালদহের গম্ভীরার বিশেষত্ব হল মুখোশের ব্যবহার৷ স্থানীয় সূত্রধর সম্প্রদায় নিম এবং ডুমুর গাছের অংশবিশেষের সাহায্যে মুখোশগুলি তৈরি করে। সেই হারিয়ে যাওয়া শিল্পকে কেন্দ্র করে গল্প বোনা হয়েছে ‘নানা হে’র। আরও পড়ুন: 'কাবুলিওয়ালা' মিঠুনের সঙ্গে🧸 ছবি দিলেন সোহিনী, শ্যুটি♐ংয়ের অদেখা ছবি শেয়ার করলেন মিনির মা
গ্রাম বাংলার হারিয়ে যাওয়া লোকশিল্পকে তুলে ধরা হবে এই ছবিতে। মোজোটেল 💯এন্টারটেনমেন্ট এন্ড ডিস্ট্রিবিউশন এবং বায়োস্কোপ ভেঞ্চার্সের শ্যুটিং শুরু হয়েছে ইতিমধ্যে। যেখানে খরাজ মুখোপাধ্য়ায়কে ဣএকজন অভিমান করে বসে থাকা গম্ভীরা শিল্পীর ভূমিকায় দেখা যাবে। যিনি ফরমায়েশ করা বানিজ্যিক গম্ভীরা করবেন না বলে খানিকটা স্বেচ্ছা নির্বাসন নিয়ে নিজেকে গৃহবন্দী করে ফেলেছেন। গম্ভীরার উপর গবেষণা মূলক কাজের জন্য মহানগর থেকে আসে একটি মেয়ে, যে চরিত্রে অভিনয় করছেন শ্রীতমা দে।
বাঘারুর সঙ্গে কথপোকথন করতে করতে সেও হারিয়ে যায় গম্ভী🥃রার ইতিহাস এবং প্রান্তিক মানুষদের নানা অজানা শিল্প যাপনের মধ্যে। শুধু তাই নয়, এই শিল্প পুরোপুরি পাল্টে দেয় একজন আপাদমস্তক শহুরে ছেলেকে যে সভ্যতার উন্মাদনায় উন্মত্ত হওয়াকে জীবন বলে মনে করত। এই চরিত্রে অভিনয় করছেন সৌরভ দাস। একটা হারিয়ে যেতে বসা লোকশিল্প কিভাবে এই তিনজন মানুষের ব্যক্তিগত জীবন, তাদের জীবনের ওঠাপড়া, টানাপোড়েনের সঙ্গী হয়ে যায় সেই নিয়ে এই সিনেমা ‘নানা হে’।
অত্যন্ত স্পর্শকাতর ও আবেগঘন এই গল্পের কাহিনিকার অঞ্জনাভ রায়, সিনেম্যাটোগ্রাফার শান্তনু ꩵবন্দ্যোপাধ্যায়। ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন অঞ্জনাভ রায় এবং সায়ন ব♋ন্দ্যোপাধ্যায়।