দেশের এক নম্বর শিল্পপতি মুকেশ আম্বানি পত্নী নীতা আম্বানি। বিলাসবহুল জীবনযাত্রার জন্য সুপরিচিত নীতা। দামী শাড়ি, গয়না, জিনিসপত্র, বিমান এবং জুতো থেকে ঘড়ি সবের প্রতি বিশেষ আকর্ষণ রয়েছে নীতার। সদ্য জামনগরে ছোট ছেলে অনন্ত আম্বানির প্রা🎃ক বিবাহ অনুষ্ঠানের সমস্ত আয়োজন নিজে দেখভাল করে করেছেন নীতা। এবার নতুন করে ফের একবার চর্চায় তিনি। Rolls Royce Phantom VIII EWB গাড়ি কিনেছেন মুকেশ আম্বানির স্ত্রী নীতা।
নীতা আম্বানির নতুন গাড়ি
বিলাসবহুল গাড়ির বিশেষ শখ 💞রয়েছে নীতা আম্বানির। রোজ𝓡 কোয়ার্টজ শেডের Rolls Royce Phantom VIII EWB গাড়ি কিনেছেন তিনি। গাড়ির ডিজাইনেও রয়েছে বিশেষত্ব। গাড়ির দাম প্রায় ১২ কোটি টাকা। জেনে নেওয়া যাক গাড়ির দাম এবং ফিচার্স সম্পর্কে-
আরও পড়ুন: 'যদি💦 সম্পর্কে থাকেন...', বিয়ের করার আগে লিভ-ইনে থাকার পরা💙মর্শ, কারণ ব্যাখ্যা করলেন জিনাত
আরও পড়ুন: ফুল দিয়ে নৃত্য পরিবেশন, থাকল না রংয়ের ছোঁয়া, প্𝓰রথা ভেঙে বসন্ত বন্দনা বিশ্বভারতীতে
রোলস রয়েস ফ্যান্টম VIII EWB মূল্য
ভারতে এই বিলাসবহুল সেডানের গাড়ির দাম প্রায় ১২ কোটি টাকা (অন-রোড)। কাস্টমাইজেশন বিকল্পগুলির জন্য আলাদা মূল্য দিতে হবে। নীতা আম্বানি যে বিলাসবহুল সেডানটি কিনেছেন সেটিক সবচেয়ে বিশেষ জিনিস হল এর রং। এর লোয়ার বডি রোজ কোয়🃏ার্টজ এবং আপার বডি ভেলভেট অর্কিড। সোশ্যাল মিডিয়ায় তুমুল চর্চা চলছে এই গাড়ি নিয়ে। গাড়ি♔টি কাস্টোমাইজ করা, তাই আসলে কত দাম পড়েছে সেটা এই মুহূর্ত অনুমান করা যাচ্ছে না।
আরও পড়ুন: প্র🌱েমের সম্পর্কে সিলমোহর! ‘শিখু’ লে♛খা নেকপিস পরে ‘ময়দান’-এর স্ক্রিনিংয়ে হাজির জাহ্নবী
আরও পড়ুন: আরবি থেকে মরক্কো, এই ইদে হাতে করতে পারেন ꦐএমন ৫ ট্রেন্ডিং মেহেন্দি ডিজাইন, দেখুন ছবি
রোলস রয়েস ফ্যান্টম VIII EWB এর বৈশিষ্ট্য
নীতা আম্বানির এই গাড়ির অভ্যন্তরের ছবিও প্রকাশিত হয়েছে। যেখানে ত💖াঁর নামের প্রাথমিক অক্ষর 'NM A' অর্থাৎ 'নীতা মুকেশ আম্বানি'-এর লেখা রয়েছে হেডরেস্টে। অন্যদিকে 'স্পিরিট অফ এক্সট্যাসি' সোনার তৈরি। ব্রিটিশ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান থেকে আসা এই সেডানে অনেক অত্যাধুনিক ফিচারও রয়েছে।
ইঞ্জিন এবং শক্তি
Rolls Royce Phantom🥀 VIII EWB একটি 6.75-লিটার V12 টুইন-টার্বোচার্জড ইঞ্জিন রয়েছে। এই শক্তিশালী ইঞ্জিন সর্বোচ্চ 571 bhp শক্তি এবং 900 Nm এর সর্বোচ্চ টর্ক জে♍নারেট করে। এই ইঞ্জিনটি স্বয়ংক্রিয় ট্রান্সমিশনের সঙ্গে মিলিত।