আজ আরও একটা বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি)। আজ টেলিভিশনের শোগুলির মার্কশিট আসার আরও ♋একটা দিন। বৃহস্পতিবার এলেই TRP- কত হল, খোঁজ পড়ে যায়। হবে নাই বা কেন! সারা সপ্তাহ পরিশ্রমꦕের ফল কী হল, কমবেশি সকলেই তা জানতে চান বৈকি। এখন শুধু অভিনেতা, চ্যানেল, পরিচালক, প্রযোজকরা নন, TRP কত হল, কে কত নম্বর পেল, কে প্রথম, কে দ্বিতীয়, এগুলি জানতে চান দর্শক থেকে অনুরাগীরাও।
TRP-র খবর, আমাদের তরফে তো আগেই পেয়েছেন। চলুন এবার বেশি হেঁয়ালি না করে জেনে নেওয়া যাক নন ফিকশন TRP-র তালিꩲকা।
বহু দিন ধরেই স্টার জলসায় নন ফিকশন শো প্রায় নেই বললেই চলে। আর তাই সেক্ষেত্রে এই নন ফিকশন শোয়ের 💧TRP-তে সাধারণত Zee বাংলার শোগুলিরই রমরমা। বহ𝄹ুদিন ধরেই জি বাংলার নিজস্ব দুই নন ফিকশন শো দাদাগিরি ও দিদি নম্বর ওয়ানের মধ্যেই এই নন ফিকশন TRPর লড়াইটা জারি রয়েছে। বেশ কয়েক সপ্তাহ ধরে এই লড়াইয়ে দাদার থেকে এগিয়ে ছিল দিদি। তবে এই সপ্তাহের রিপোর্ট কী বলছে?
নন ফিকশন টিআরপি
ঘরে ঘরে জি বাংলা ১.৫
দিদি নং ওয়ান (সানডে) ৬.৫
দাদাগিরি ৫.৩
অর্থাৎ এই সপ্তাহেও লড়াইয়ে সেই একইভাবে সৌরভের 'দাদাগিরি'কে হারিয়ে দিয়েছে রচনার ‘দিদি নম্বর ১’। এদিকে শোনা যাচ্ছে, আপাতত লড়াইয়ে না থাকলেও খুব শীঘ্রই নন ফিকশন শো আনতে চলেছে স্টার জলসাও। তখনই জমবে আসল লড়াই। তবে আপাতত শনি-রবিবারও জলসায়🌌 সপ্তাহের আর পাঁচ দিনের মতোই ফিকশন চলে।
এদিকে এই সপ্তাহে ফিরশন TRP-তেও♕ টপার স্থান দখলে রেখেছে জি বাংলা। ১ম ও ২য়, দুই স্থানেই রয়েছে জি বাংলার জগদ্ধাত্রী এবং ফুলকি। এর মধ্যে ‘জগদ্ধাত্রী’ পেয়েছে ৮.৫ নম্বর। অর্থাৎ এই ধারাবাহিকটিই এবার বেঙ্গল টপার। আর মাত্র .২ পেয়ে পিছিয়ে পড়েছে ‘ফুলকি’। তবে তৃতীয় স্থান দখল করে স্টার জলসাকে বাঁ𒁏চিয়ে রেখেছে গীতা এলএলবি। ৪র্থ হয়েছে জি-র নিম 'ফুলের মধু', আর ৫ম 'অনুরাগের ছোঁয়া'।