বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় সিরিয়াল ‘গাঁটছড়া’ (Gaatchora)। গত কয়েক সপ্ত🔴াহ টিআরপি তালিকায় সেভাবে কামাল 🉐করে দেখায়নি ‘খড়িদ্ধি’ জুটি। তবে এই সিরিয়াল যে আট থেকে আশির ফেবারিট তা নিয়ে সন্দেহ নেই। এই সিরিয়ালের প্রাণভ্রমরা ভট্টাচার্য পরিবারের মেজো মেয়ে খড়ি মানে অভিনেত্রী শোলাঙ্কি রায় (Solanki Roy)। শোলাঙ্কির অভিনয়ে মুগ্ধ সকলে। তবে জানেন কি ‘গাঁটছড়া’ সিরিয়ালের প্রস্তাব শুরুতে গিয়েছিল অপর এক জনপ্রিয় টেলি নায়িকার কাছে। সম্প্রতি সেই তথ্য ফাঁস হল।
বাংলা টেলিভিশনের ‘দুর্গা’ সন্দীপ্তা সেনের (Sandipta Sen) কাছে ‘গাঁটছড়া’র প্রস্তাব গিয়েছিল নির্মাতাদের তরফে। কিন্তু সেই অফার নাকোচ করে দেন অভিনেত্🌠রী। এক সাক্ষাৎকারে সেই কারণ জানিয়েছেন সন্দীপ্তা। তিনি জানান, ‘প্রতিদান করবার সময় থেকেই মনে হচ্ছিল ধারাবাহিক থেকে বিরতি নেওয়া দরকার, কারণ অন্যরকম কিছু করতে চাই। তবে ভবিষ্যতে নিঃসন্দেহে টিভির পর্দায় কাজ করার ইচ্ছে রয়েছে। যখন গাঁটছড়ার অফার এল, তখন সারদা মায়ের চরিত্রটা (করুণাময়ী রাণী রাসমণি: উত্তর পর্ব) নির্বাচন করি। প্রথম কথা, এই চরিত্র বাঙালিদের অনুপ্রেরণা দেয়। পাশাপাশি এই চরিত্রের মেয়াদ ছিল মাত্র ৬ মাসের, তাই ছবি বা ওয়েব সিরিজের কাজে সমস্যা হত না’।
দুর্গার পাশাপাশি ‘টাপুর টুপুর’, ‘তুমি আসবে বলে’, ‘আয় খুকু আয়’-এর মতো সিরিয়ালের লিডিং লেডি সন্দীপ্তা। সিনেমা বা ওয়েব সিরিজের চেয়ে অনেক বেশি নিশ্চিত কেরিয়ার সিরিয়ালে অভিনয়। প্রাপ্ত টাকার পরিমাণও অনেকটা বেশি। তাহলে কেন এমন সিদ্ধান্꧑ত নিলেন সন্দীপ্তা? এই সময়কে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্র✱ী জানিয়েছেন, অভিনেত্রী হিসাবে নিজেকে উন্নত করতে চান তিনি। এই জন্য মানসিকভাবে নিজেকে কম উপার্জনের জন্যও প্রস্তুত করে ফেলেছেন।
আরও পড়ুন-মার্কেট গরম বলি নায়িকার, বান্দ্রায় ৬৫ কোটির বিলাসবহুল ডুপ্লেক্স কিনলেন জাহ্ন♐বী
সম্প্রতি হইচইয়ের ‘বোধন’ ওয়েব সিরিজে দেখা মিলেছে সন্দীপ্তার। আগামীতে ‘দ্য একেন বাবু: রুদ্ধশ্বাস রাজস্থান’-এ দেখা যাবে অভিনেত্রীকে। সবচেয়ে জরুরি বিষয় হল এই ছব♏ির ক্রিয়েটিভ প্রোডিউসার সন্দীপ্তার মনের মানুষ সৌম্য মুখোপাধ্যায়। তবে ছবিতে সন্দীপ্তার উপস্থিতির পিছনে সৌম্যর কোনও হাত নেই স্পষ্ট জানালেন অভিনেত্রী। তাঁর কথায়, সৌম্য ওটিটি প্ল্যাটফর্মের ব্যবসায়িক দিকের সঙ্গে যুক্ত। সৃজনশীল বিষয়ে কোনও মতামত নেই তাঁর। কিন্তু সন্দীপ্তা যোগ করতে ভুললেন না, ‘এক ছবিতে দুজনের নাম থাকবে এটা আনন্দের ব্যাপার’।