হামাসের সন্ত্রাসী হামলায় ইজরায়েলে আটকা পড়েছিলেন বলিউড অভিনেত্রী নুসরত ভরুচা। হাইফা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইজরায়েলে ছিলেন তিনি। ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠী হামাস সেই দেশ🍬ে হামলা চালানোর পর থেকেই তাই অভিনেত্রীর চিন্তায় ছিলেন তাঁর টিম, পরিবার ও অনুরাগীরা। পরে অভিনেত্রীর টিমের এক সদস্য জানান, এক বেসমেন্টে আপাতত আশ্রয় নিয়েছেন তিনি। যদিও তারপর থেকে আর যোগাযোগ করা যাচ্ছিল না নুসরত ভারুচার সঙ্গে। তবে অবশেষে কাটল চিন্তার মেঘ। ভারতে ফিরছেন তিনি।
নুসরতের টিমের এক সদস্য এএনআই-কে জানায়, ‘আমরা অবশেষে নুসরতের সঙ্গে য♓োগাযোগ করতে পেরেছি। আর এমব্যাসির সাহায্য নিয়ে ওঁকে নিরাপদে ফিরিয়ে নিয়ে আসা হচ্ছꦜে। তিনি সুস্থ আছেন এবং ভারতে ফিরছেন।’
নুসরতের টিমের এক সদস্য এর আগে সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, ‘নুসরত দুর্ভাগ্যবশত ইজরায়েলে আটকে পড়েছেন। হাইফা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে তিনি সেখানে গিয়েছিলেন। শেষবার যখন আমি তার সঙ্গে যোগাযোগ করতে পেরেছিলাম, আজ দুপুর ১২.৩০-এর দিকে, তখন সে একটি বেসমেন্টে নিরাপদ ছিল। নিরাপত্তা ব্যবস্থার জন্য, আরও বিশদ প্রকাশ𓆏 করা যাবে না।’
‘তবে, তারপর থেকে, আমরা সংযোগ করতে পারছিলাম না আর নুসরতের সঙ্গে। ওঁকে নির🐬াপদে ভারতে ফিরিয়ে আনার চেষ্টা করছি এবং আশা করি তিনি সুস্থ এবং অক্ষত অবস্থায় ফিরে আসবেন’, আরও জানান সেই সদস্য। ইজরায়েল সরকারের ঘনিষ্ঠ সূত্রগুলি জানিয়েছিল যে, তিনি নিরাপদে বিমানবন্দরে পৌঁছেছিলেন কিন্তু বিমানবন্দরে বিশৃঙ্খলার কারণে ফ্লাইটে উঠতে পারেননি। এবং ইজরায়েলেই অপেক্ষা করছিলেন ভারতে ফেরার ফ্লাইটের জন্য।
গতকাল সকাল সকাল দক্ষিণ ইজরায়েলের বিস্তীর্ণ এলাকায় রকেট হামলা চালায় প্যালেস্তাইনের সশস্ত্র গোষ্ঠী হামাস। প্রথম দফায় ৫,০০০টি রকেট ছোড়া হয় বলে দাবি করে হামাস। তেল আভিভ এবং বীরশেবার মতো এলাকায় বেজে ওঠে সাইরেন। ইজরায়েলে ঢুকে আসে হামাস গোষ্ঠীর বন্দুকধারীরা। গাজা এবং ইজরায়েলের মধ্যে থাকা '🐭নো ম্যানস ল্যান্ড' অতিক্রম করে তারা। হামাসের হাতে সাধারণ ইজরায়েলিরা 'অপহৃ' হচ্ছেন বলে জানা গিয়েছে। শুধু ইজরায়েলি নয়, বিদেশিরাও রয়েছে হামাসের নিশানায়। জানা গিয়েছে, অন্তত ১৭ জন নেপালিকে অপহরণ করেছে হামাস গোষ্ঠীর বন্দুকবাজরা।
এই হামলা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই। সোশ্যাল মিডিয়া এক্স (আগের টুইটার)-এ লেখেন, 'ইজরায়েলে জঙ্গি হামলার খবরে অত্যন্ত মর্মাহত। নিরীহ হতাহত ﷽মানুষ এবং তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি আমরা। তাঁদের জন্য প্রার্থনা করছি। এই কঠিন সময় আমরা ইজরায়েলের পাশে আছি।'
গোটা ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন ইজারেলের অভিনেত্রী গ্যাল গ্যাডোট। অভিনেত্রী ইনস্টাগ্রামে গিয়ে শেয়ার করেছেন🌌 যে সাম্প্রতিক ঘটনাগুলির কারণে তাঁর হৃদয় ভেঙে পড়েছে। সবার জন্য দোয়া করার কথাও লেখেন তিনি। এভরিথি𝓀ং এভরিহ্যায় অল অ্যাট ওয়ানস তারকা জেমি লি কার্টিসও গোটা ঘটনা নিয়ে দুঃখ প্রকাশ করেছেন।