🌳দুর্গাপুজো প্রায় দোরগোড়ায় চলে এসেছে। যদিও গত রবিবার ৬ অক্টোবর প্যান্ডেলে প্যান্ডেলে বেশ ভালোই ভিড় হয়েছে। এমন অবস্থায় নুসরত জাহানের এবার কী পরিকল্পনা? যশ এবং ঈশানের সঙ্গে কীভাবে পুজো কাটানোর পরিকল্পনা করলেন?
কী জানালেন নুসরত জাহান?
এদিন সংবাদ প্রতিদিনকে দেওয়া একটি সাক্ষাৎকারে নুসরত জানিয়েছেন তিনি দেবীর কাছে প্রার্থনা করবেন যাতে তিনি সকলের জীবনে শান্তি পৌঁছিয়ে দেন। অভিনেত্রীর কথায়, 'শহর 🍒কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু সেটা হলেও প্রতিবারের মতো নিয়ম মেনেই মা আসছেন। তিনি যেন সবার জীবনে শান্তি প✤ৌঁছে দেন।'
নুসরত আরও জানিয়েছেন তিনি ইতিমধ্যেই ছেলে ঈশানকে ঠাকুর দেখানোর প্ল্যান কষে ফেলেছেন। মা বলে তাঁর এখন অনেক দায়িত্ব। তাই ছেলেকে নিয়ে পুরোদস্তুর ঠাকুর দেখার প্ল্যান 💟আছে তাঁর। সঙ্গে নিজেও বিভিন্ন ফুড স্টলে গিয়ে খাবার খাবেন বলেও স্থির করেছেন। মুসলিম বলে অনেক সময়ই নুসরতকে কটাক্ষের শিকার হতে হয়েছে সিঁদুর পরা, ইত্যাদি নিয়ে। এছাড়া তাঁর চেহারা, পোশাক নিয়ে তো হামেশাই স💫মালোচনার মুখে পড়তে হয় তাঁকে। কিন্তু তিনি এবারও সেসবকে অন্যান্যবারের মতোই উপেক্ষা করে অষ্টমীতে অঞ্জলি দেবেন বলে জানিয়েছেন। একই সঙ্গে তিনি যে পাত পেড়ে ভোগ খাবেন সেটাও জানাতে ভোলেননি।
আরও পড়ুন: বাংলার ইতিহাস নিয়ে ছবি, এদিকে নাম দিল্লি ফাইলস! কেন? কারণ প্রকাশ্যꦯে আꦉনলেন বিবেক অগ্নিহোত্রী
ছোটবেলা নিয়ে নস্টালজিক নুসরত
এদিন কথা প্রসঙ্গে নুসরতের কথায় তাঁর ছোটবেলার পুজোর কথা উঠে আসে। তিনি সেই স্মৃতি হাতড়ে বলেন, 'ছোটবেলায় ভাই বোনদের সঙ্গে প্যান্ডেল হপিং করত💙াম। ঠাকুর দেখতাম অনেক। আমি ঠাকুর দেখতে খুব ভালোবাসি। কিন্তু এখন সেগুলো খুব মিস করি। যদিও অতিথি হিসেবে অনেক জায়গায় যাই বলে আগেভাগে অনেক ঠাকুর দেখা হয়ে যায়।' অভিনেত্রী আরও জানান তিনি যশকে অনুরোধ করেছেন যাতে তাঁকে নিয়ে পুজোর সময় একদিন বেরোন অভিনেতা। এছাড়াও তাঁর অনেক বন্ধুবান্ধবরা এই সময় কলকাতায় আসেন, তাঁদের সঙ্গেও তাঁর সময় কাটানোর পরিকল্পনা আছে। খাওয়া দাওয়া আড্ডা দে💎ওয়ার ইচ্ছে আছে।