অজয় দেবগন এবং ক🙈াজলের মেয়ে নাইসা দেবগন সম্প্রতি অজয়ের এনওয়াই ফাউন্ডেশনের উদ্যোগে একটি ইভেন্টে অংশ নিয়েছিলেন। ইভেন্টে, নাইলসা ডিজিটাল লাইব্রেরি উদ্বোধন করেন, বই বিতরণ করেন এবং মহারাষ্ট্রের গ্রামীণ আহমেদনগরে ২০০টিরও বেশি শিক্ষার্থীর সাথে কথা বলেন। আর এই সময় হিন্দিতে ভাষণ দিতে দেখা যায় তাঁকে। তা🐟ঁর দেওয়া বক্তৃতার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যালে। কারও কারও মতে, হিন্দিতে খাবি খেতে খেতে কথা বলছিলেন নাইসা।
ভিডিয়োতে নাইসা দেবগনকে হলুদ সালোয়ার স্যুটে দেখা যাচ্ছে। খুব সামান্য মেকআপ এবং কপালে একটা ছোট্ট টিপ পরেছিলেন। অ🐼নুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে তাঁকে বলতে শোনা যায়, ‘আমি পড়তে ভালোবাসি। এমনকী আমার মাও পড়তে ভালোবাসত। আমি প্রতিদিন অন্তত ২-৩টি বই পড়তা൲ম। তোমাদের পড়াশোনা করতে দেখে আমার এত খুশি হচ্ছে! কোনওদিন পড়া বন্ধ করবে না।’
এই কটা লাইন হিন্দিতে একটানা বলতে গিয়ে বেশ কয়েকবার থামেন নাইসা। আটকে 🎃যানও বলা যায়। আর তাতেই হাসির রোল ওঠে নেটপাড়ায়। একজন লিখেছেন, ‘এটা আমি। স্কুলের ফাংশনের পাঁচ মিনিট আগে আমার লাইন মুখস্থ করছি।♈’ আরেকজন লিখলেন, ‘আমার তো শুনেই লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। ওর মা-বাবার কথা ভেবে খারাপ লাগছে।’ অপরজন লিখলেন, ‘বিদেশ থেকে নাকি পড়াশোনা করে এসেছে এরা!’
অন্য জন আবার লিখলেন, ‘ভাই কাজল-অজয়ের কী কোনও বুদ্ধি নেই! এরকম একটা পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছে মেয়েটাকে। দেখে তো মনে হচ্ছে এর মাথা পুরোই মো𒅌টা। বেকার সবার সামনে লজ্জায় ফেলা।’ কমেন্টে এক ব্যক্তি আবার লিখেছেন, ‘এ কি হিন্দি জানে না? কেরিয়ারের শুরুতে আগে ক্যাটরিনা এভাবে হিন্দি ♓বলত। ’
সম্প্রতি ১৯ বছরে পা রেখেছেন নাইসা। তিনি অজয় এবং কাজলের বড় সন্তান। এই দম্পতি ১৯৯৯ সালে বিয়ে করেন এবং যুগ দেবগ꧅ন নামে একটি ছেলেও রয়েছে। নাইসা বর্তমানে সিঙ্গাপুরের গ্লিয়ন ইনস্টিটিউট অফ হায়ার এডুকেশনে স্কুল শেষ করার পর সুইজারল্যান্ডে তাঁর উচ্চ শিক্ষা নিচ্ছেন। বেশিরভাগ সময়ই বন্ধুদের সঙ্গে পার্টিতে যাওয়ার পথে ভাইরাল হন তিনি। মাসকয়েক আগেই অজয় সাক্ষাৎকারে জানিয়েছিলেন বলিউডে পা রাখার ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি নাইসা।