গত দুই দশকে ওড়িশায় বহু ওড়িয়া অভিনেতারা BJD বা বিজু জনতা দলে যোগ দিয়েছিলেন। কিন্তু এবার যেন খেলা বদলে গিয়েছে। ২০২৪ সালে লোকসভা ভোটের আগে ওড়িয়া অভিনেতাদের মধ্যে বিজেপিতে যোগ দেওয়ার হিড়িক পড়ে গিয়েছে যেন। ১৪ দিনের মধ্যে অনন্ত ২ জন ওড়িয়া অভিনেতা বিজেপিতে যোগ দিয়েছেন। আরও দুই খ্যাতনামা ওড়িয়া স্টার শীঘ্রই পদ🦩্ম শিবিরে যোগ দেবে♒ন বলেই খবর।
বিজেপিতে যোগ দেওয়ার হিড়িক ওড়িয়া অভিনেতাদের
গত বৃহস্পতিবার BJD এর দুবারের এমপি তথা রচনা বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন স্বামী সিদ্ধান্ত মহাপাত্র বিজেপিতে যোগ দিয়েছেন। দিল্লিতে বিজেপিতে যোগ দেওয়ার সময় তিনি 𝓀জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থেকেই তিনি অনুপ্রেরণা পেয়েছেন। তাঁর কথায়, 'প্রধানমন্ত্রী যে বদল আনতে চাইছেন গোটা দেশে, আমি সেই বদল ওড়িশাতেও দেখতে চাই। ২০০৯ সালে আমি যখন গুজরাট যাই তখন নরেন্দ্র মোদী সেখানকার মুখ্যমন্ত্রী ছিলেন। সেই সময় আমি গিয়ে কিছু জিনিস নোটিশ করেছিলাম। উনি সেখানকার মানুষদের জন্য কতটা ভাবতেন আমি দেখেছি। আমি ওঁর থেকেই অনুপ্রেরণা পেয়েছি।' প্রসঙ্গত সিদ্ধান্ত মহাপাত্র ২০০৯ এবং ২০১৪ সালে লড়ে বিজয়ী হয়েছিলেন। কিন্তু ২০১৯ এ তাঁকে টিকিট দেয়নি দল। এবার সেই জন্যই কি তিনি বিজেপিতে যোগ দিলেন? প্রশ্ন উঠছে।
সিদ্ধান্ত মহাপাত্র ছাড়াও কিছুদিন আগে অরিন্দম রায়ও বিজেপিতে যোগ দিয়েছেন। তিনি ওড়িয়া সিনেমার𝓀 অন্যতম জনপ্রিয় রোম্যান্টিক হিরো। এছাড়া ইতিমধ্যেই কোরেইয়ের প্রাক্তনಞ এমএলএ আকাশ দাসনায়েক BJD থেকে ইস্তফা দিয়ে দিয়েছেন। শোনা যাচ্ছে তিনিও নাকি বিজেপিতে যোগ দিতে পারেন।
আরও পড়ুন: 'আমার ম🍷তো ভুল...' নেশায় বুঁদ হয়ে শেষ হয়ে⛎ছে কেরিয়ার, ভক্তদের কীসের থেকে সাবধান করলেন হানি সিং?
তবে এই বিজেপ𝄹িতে যোগ দেওয়ার হিড়িকের মধ্যে একমাত্র মনোজ মিশ্র যেন ব্যতিক্রম। তিনি কংগ্রেসে যোগ দিয়েছেন। তবে BJD এর তরফে মনে কর𒀰া হচ্ছে অভিনেতাদের এই দলবদল আদতে BJD এর উপর কোনও প্রভাব ফেলবে না।