সম্প্রতি বেশ ❀খারাপ সময় কেটেছে মাহিপ কাপুরের। তিনি তাঁর মেয়ে শানায়া কাপুরের বলিউডে পা রাখা নিয়ে চিন্তিত ছিলেন এবং টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্ত হয়েছিলেন। ফ্যাবুলাস লাইভস ভার্সেস বলিউড ওয়াইভসের একটি পর্বে, তিনি তার স্বামী, অভিনেতা সঞ্জয় কাপুরের সঙ্গে কথা বলꦅেছিলেন, এবং জানান কীভাবে শ্রীদেবী এবং মোনা কাপুরের মৃত্যুর খবর ছাপ ফেলে গিয়েছিল তাঁর সন্তানদের উপরে।
মাহিপ একটি পর্বে প্রকাশ করেন যে তিনি ২০২১ ☂সালের ডিসেম্বরে কো༒ভিড -১৯ এ আক্রান্ত হয়েছিলেন এবং ২০২২ সালের মার্চ মাসে তাঁর 'গুরুতর টাইপ-১ ডায়াবেটিস' ধরা পড়ে। একদিন, সঞ্জয় তখন লস অ্যাঞ্জেলসে, মাহিপ ফোন করে জানান তাঁর শরীর অসুস্থ বোধ হচ্ছে। সুগার পৌঁছে গিয়েছে ৭০০-তে।
সঞ্জয় এরপর সেদিনের পরিস্থিতি ব্যাখ্যা করে বলেন, ‘তুমি ভাগ্যবান যে তুমি সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি হয়েছিলে। আমার মনে আছে শানায়া সেদিন শাহরুখদের বাড়িতে। ওকে ফোন করে বলেছিলাম, এখনই ওখানে থেকে বেরহও। কানু (ভাইপো, মোহিত মারওয়া) সঙ্গে আমার নিয🌼়মিত যোগাযোগ ছিল। কানু আক্ষরিক অর🐻্থেই তোমাকে টেনে হিঁচড়ে গাড়িতে নিয়ে তোলে। সেদিন সঠিক সময় হাসপাতালে না গেলে তুমি কোমায় চলে যেতে।’
মাহ♌িপও এক বাক্যে মেনে নেন যে, তাঁদের ভাগ্নে 'তাঁর জীবন বাঁচিয়েছে' এবং ডাক্তাররা তাঁকে পরে জানিয়েছিলেন যে, সুগার বেড়ে যাওয়ায় তাঁর বড় ক্ষতি হতে পারত। এরপর মাহিপ স্বামীকে বলেন, ‘আমি কখনো সন্তানদের (শানায়া, জাহান) কথা বলিনি। এবং তারা কীভাবে পুরো পরিস্থিতিটি মোকাবেলা করেছিল তুমি তো🍌 জানো, শানায়া শ্রী আর মোনার মৃত্যুতে কতটা ভয় পেয়েছিল। ওরা আতঙ্কিত হয়ে পড়েছিল।’
সঞ্জয় স্ত্রীর কথায় সহমত পোষণ করে বলেন যে তিনি শানায়াকে 'এই তিন দিনে বড় হতে দেখেছিলেন'। যখন তিনি (শানায়া) ক্রমাগত ডাক্তারদে সঙ্গে কথা বলছিলেন, ফোনে পরিবারের সঙ্গে যোগাযোগ রেখে যাচ্ছিলেন। সঞ্জয়ের দাদা বনি কাপুরের প্রথম স্ত্রী ꦓমোনা ২০১২ সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। ♊২০১৮ সালে তাঁর দ্বিতীয় স্ত্রী শ্রীদেবী দুবাইয়ের বাথটাবে ডুবে মারা যান।
ফ্যাবুলাস লাইভস বনাম বলিউড ওয়াইভস
ফ্যাবুলাস লাইভস ভার্সেস বলিউড ওয়াইভস হল ফ্যাবুলাস লাইভস অফ বলিউড ওয়াইভস এর প্রথম তৃতীয় সংস্করণ। ২০২০ সালে নেটফ্লিক্সে প্রথম সিজন আসে। নীলম কোঠারি, মাহিপ কাপুর, ভাবনা পাণ্ডে বং সীমা সাজদেহ ছিলেন প্রাথমিক কাস্ট।ඣ তবে তৃতীয় মরসুমে দিল্লি থেকে ঋদ্ধিমা কাপুর সাহানি, শালিনী পাসি এবং কল্যাণী সাহা চাওলা যোগ দিয়েছেন।