বলিউড অভিনেত্রী জয়া বচ্চন হামেশাই ট্রোলের মুখে পড়েন, তাঁর খারাপ ব্যবহারের কারণে। ব𒀰হু সময় তাঁকে পাপারাজ্জি এবং ফ্যানদের রাগ দেখাতে দেখা গিয়েছে। এবার বর্ষীয়ান অভিনেত্রীর একটি নতুন ভিডিয়ো সামনে এসেছে, যে🌊খানে তিনি একজন মহিলা ফ্যানের হাত ধরে ঠেলে দিচ্ছেন। তাঁকে ধমক লাগাচ্ছেন। যদিও দেখা গেল, নেটপাড়ার অনেকেই এবার পাশে দাঁড়ালেন ‘জয়া আন্টি’র।
মনোজ কুমারের প্রেয়ার মিটিং থেকে ভাইরাল হওয়া এই ভিডিয়োতে দেখা যাচ্ছে, সাদা পোশাকে মনোজ কুমারের প্রেয়ার মিটিংয়ে পৌঁছন জয়া। আর সেই সময়ই দেখা যায় যে, এক মহ꧂লা কাঁধে হাত দিয়ে ডাকেন জয়াকে, ছবি তোলার জন্য। আর তꦐাঁর স্বামী হাতে ফোন নিয়ে তৈরি হয়েছিলেন।
তবে এতেই খচে লাল হন জয়া। প্রথমেই নিজের কাঁধ থেকে সেই মহিলার হাত সরিয়ে দেন। তারপর ধমক লাগান ওই মহিলা আর তাঁর স্বামীকে। ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ౠভাইরাল হয়েছে। তবে এবার দেখা গেল, জয়াকে ট্র🌸োল করা নয়, জয়ার পাশে দাঁড়ালেন নেটিজেনদের বড় একটা অংশ। কমেন্টে লিখলেন, ‘বেশ করেছেন’।
একজন ব্যবহারকারী লিখেছেন, ‘কেউ একজন পৃথিবীতে নেই, তাঁর শোক সভা, সেখানে একজন কীভাবে এমন কাজ করতে পারে, জয়াজি ঠিক করেছেন’। আবার একজন ব্যবহারকারী লিখেছেন, ‘জয়া বচ্চনের রাগের সামনে কেউ টিকতে পারে 𝓀না’। অন্য একজন ব্যবহারকারী লিখেছেন, ‘এই ধরণের ফ্যানরা 🦂সত্যিই ভীষণ বিরক্তিকর।’
আরও পড়ুন: ইন্ডিয়ান আইডল জিতে নিমতার মেয়ে মানসী কত লাখ টাকা পেলেন, শুভজিৎ-স্নে🐲হার ব্যাঙ্কেই বা কত ঢুকল?
আরও একজন ব্যবহারকারী লিখেছেন, ‘কেন সে যেচে পড়ে অপমানিত হতে যায়, কে জানে’। এর আগেওজয়া এভাবেই ধমক লাগিয়েছেন পাপারাজ্জি, ভক্তদের। কখনো ঐশ্বর্🌃য বলে ডাক শুনে খচ♉ে লাল হয়েছিলেন। আবার ফোটোর আবদারেও হারিয়েছিলেন মেজাজ বহুবার।
আরও পড়ুন: কপাল খুলল সিকন্দরের, ১০০ কোটি পেরলো সলম⛄নের সিনেমা, রবিবার কত তুলল ঘরে𒆙?
কাজের সূত্রে, জয়া বচ্চনকে শেষ ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত রকি অ্যান্ড রানি কি প্রেম কাহানি ছবিতে দেখা গিয়েছে। এই ছবিতে আলিয়া ভাট, রণবীর সিং, ধর্মেন্দ্র, শাবানা আজমির মতো তারকারা ছিলেন। ছবিটি সুপারহিট হয়। দর্শকদের পছন্দ হয় জয়ার অভিনয়ও। অভিনেত্রীর আসন্ন প্রোজেক্ট সম্♔পর্কে এখনও কোনও তথ্য নেই।