সারেগামাপা-২০২৩ এর প্রতিযোগী ꦛছিলেন। প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালেতে পৌঁছলেও বিজেতার মুকুট পাননি। তবে রানার্স আপ হয়েছিলেন কালিম্পং-এর ছেলে অ্যালবার্ট কাবো। তাঁর গানের প্রশংসা করেছিলেন খোদ অজয় চক্রবর্তীও। সারেগামাপার প্রি-ফিনালে এপিসোডে কাবোর সমর্থনে উপস্থিত হয়েছিলেন তাঁর সুন্দরী স্ত্রী এবং দুধের শিশু। সারেগামাপা-র মঞ্চে স্ত্রী পূজা ও নবজাতক শিশুকন্যার সঙ্গে আলাপ করিয়ে দিয়েছিলেন অ্যালবার্ট। দুর্ভাগ্যজনকভাবে অ্যালবার্টের ফুটফুটে সেই শিশুকন্যা আজ আর নেই। আর সেখবর সকলকে জানিয়েছিলেন শিল্পী নিজেই।
সদ্য বাবা-মায়ের কোল খালি করে চলে গিয়েছে অ্যালবার্ট কাবো ও তাঁর স্ত্রী পূজা ছেত্রীর ছোট্ট মেয়েটি। এমন খারাপ একটা খবরে চোখ ভিজেছে নেটপাড়ার ব✨াসিন্দাদের। তবে যেদিন সারেগামাপা-র মঞ্চে প্রথম স্ত্রী ও মেয়ের সঙ্গে সকলের আলাপ করিয়ে দিয়েছিলেন, সেদিনটা ঠিক এমন ছিল না। তারই কিছু মুহূর্ত ফেসবুকের পাতায় পোস্টও করেছিলেন অ্যালবার্ট নিজেই। সেদিনটা এমন দুঃখের ছিল না। ছিল আনন্দের, খুশির। সারেগামাপা-র মঞ্চে সঞ্চালক আবির চট্টোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে স্ত্রী পূজা ছেত্রী ও সদ্যোজাত শিশুকন্যাকে ডেকে নিয়েছি🦂লেন অ্যালবার্ট। পূজা ছেত্রী আর ছোট্ট এভিলিন লেপচাকে কোলে নিয়ে মঞ্চে উঠে এসেছিলেন। সেই ছবিগুলি আজও অ্যালবার্ট কাবোর ফেসবুকের পাতায় জ্বলজ্বল করছে। অ্যালবার্ট লিখেছিলেন,' আজ রাতে অবশেষে সারেগামাপা-র মঞ্চে আমার স্ত্রী এবং আমার ছোট মেয়ের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি।'
আরও পড়ুন-বাবা🐻 চাননি ছেলে অভিনেতা হোক, তবু🍸 একদিন রেলের চাকরি ছেড়ে অভিনয়কেই বেছে নেন খরাজ
আরও পড়ুন-'নায়িকাদের সঙ্গে 𝓀ডাকুন, অন্য অভিনেতার প্রশংস🍨া করতে পারব না' সাফ জানান শাহরুখ!
আরও পড়ুন-'৪ দিন হল ওকে হারিয়েছি, ওর🅷 হার্টের…', মেয়ের কথা বলতেই গলা ধরে এল অ্যালবার্ট কাবোর স্ত্রীর
সেদিন অবশ্য অ্যালবার্ট কাবো বিবাহিত ও এক সন্তানের বাবা জেনে হতাশ হয়েছিলেন তাঁর অনুরাগীরা। তবে আজ সেই ছবিগুলি দেখে চোখে💜র পাতা ভিজেছে গায়কের অনুরাগীদের। নতুন করে অ্যালবার্টে ফ্যানপেজেও উঠে এসেছে এই ছবিগুলি।
তবে শুধু অ্যালবার্টই নয়, তাঁর স্ত্রী পূজা ছেত্রীর ফেসবুক প্রোফাইলের ডিপিতেও এখনও জ্বলজ্বল করছে স্বামী ও সদ্যোজাত সঙ্গে তাঁর ছবি। গত বছর অক্টোবরে বাবা হয়ে🐟ছিলেন অ্যালবার্ট।
গত ৪ জুলাই, মেয়ের সঙ্♔গে নিজের ছবি দিয়ে অ্যালবার্ট লেখেন, ‘গল্পটা শেষ হলেও যাত্রাটা নয়। তুমি আমাদের জীবনের সবচেয়ে মিষ্টি গানটা গেয়েছো। আমাদের ধ্রুবতারা হয়ে থেকো তুমি। আর আমাদের পথ দেখিও। ꦡওখানে ভালো থেকো। তোমার আত্মার শান্তি কামনা করি এভিলিন লেপচা।’