অবশেষে ভারতের হাতে চাঁদ। গতবারের ভুলের থেকে শিক্ষা নিয়ে নির্ভুল ভাবে এবার চাঁদের দক্ষিণ মেরুতে নামতে সক্ষম হল চন্দ্রযান ৩ -এর ল্যান্ডার বিক্রম। মনে করা হয় চাঁদের দক্ষিণ মেরু একটি দুর্গম জায়গা, সেখানে প্রথমে পৌঁছে রেকর্ড গড়ল ভারত। ২৩ অগাস্ট সন্ধ্যা ৬.০৪ মিনিটে এই ইতিহা𝄹স তৈরি হয় আর তারপরই শুরু হয়ে যায় হইচই, উন্মাদনা। গোটা দেশ আনন্দ, গর্বে ভেসে যাচ্ছে। প্রধানমন্ত্রী শুভেচ্ছা জানিয়েছেন ইসরোকে। তবে কেবল ভারত নয়, গোটা বিশ্বই তাকিয়ে ছিল এদিন চন্দ্রযান ৩ -এর বিক্রম ল্যান্ডারের অবতরণের দিকে। বিদেশ থেকেও বহু শুভেচ্ছা এসেছে ইসরোর জন্য। এবার চন্দ্রযান ৩ -এর সাফল্যের জন্য ভারত এবং ইসরোকে শুভেচ্ছা জানালেন পাকিস্তানি অভিনেত্রী শেহার শিনওয়ানি।
এদিন কেবল ভারতকে যে তিনি শুভেচ্ছাဣ জানিয়েছেন এমনটা একদমই নয়। একই সঙ্গে তাঁদের দেশ বিজ্ঞান এবং টেকনোলজির ক্ষেত্রে ভারতের থেকে কতটা পিছিয়ে আছ🌜ে এখনও সেই কথাও জানিয়েছেন। এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, শেহার শিনওয়ানি হলেন সেই অভিনেত্রী যিনি গত মে মাসে যখন পাকিস্তান তেহরিক ই ইনসাফের চেয়ারম্যান ইমরান খান গ্রেফতার হন এবং সেই দেশে বিক্ষোভ শুরু হয় তখন তিনি দিল্লি পুলিশের অনলাইন লিংক সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন।
আরও পড়ুন: 'ভারতের থেকে ১০০ বছর পিছিয়ে', চন্দ্রযান নি𝔉য়ে কী ব🔴লছেন পাকিস্তানিরা?
আরও পড়ুন: চন্দ্রযাღন নিয়ে ‘চাওয়ালা’ পোস্ট বিতর্ক অতীত! ইসরোর 🐷বিজ্ঞানীদের কুর্নিশ প্রকাশের
এদিন যখন চন্দ্রযান ৩ -এর ཧবিক্রম ল্যান্ডার চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে তখন শেহার শিনওয়ানি সোশ্যাল মিডিয়ায় ইসরোকে শুভেচ্ছা জানান। ভারতই এদিন প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছতে পারল। ভারত যে কাজ এখন করে দেখাল পাকিস্তানের সেই কাজ করতে আরও বেশ কয়েক দশক লেগে যাবে বলে জানান তিনি।
শেহার শিনওয়ানি তাঁর টুইটে এদিন লেখেন, 'চন্দ্রযান ৩ -এর মাধ্যমে স্পেস রিসার্চে ইতিহাস গড়ার জন্য ভারতকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। পাকিস্তান এবং ভারতের মধ্যে সমস্ত কিছুতেই গ্যাপ এত বেড়ে গিয়েছে যে আজ ভারত যেখানে সেখানে পাকিস্তানে পৌঁছতে কয়েক দশক লেগেꦜ যাবে। তবে এটার জন্য অন্য কেউ নয়, আমরা নিজেরাই দায়ী।'

পাক অভিনেত্রীর পোস্ট
তিনি তাঁর টুইটে আরও লেখেন যে 'আজ যখন ভারত এই উচ্চতায় পৌঁছে গিয়েছে তখন আমরাℱ দেশে আইন কানুন বজায় রাখার জন্য হিমশিম খাচ্ছি। লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে। ভারত 🌜আর আমাদের মধ্যে যে গ্যাপ তৈরি হয়েছিল সেটা আজ এমন আকার নিয়েছে যে সেটা আর কখনই পূরণ হবে না।'