💛 চলতি বছরের ভালোবাসার মাসেই পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তী জানিয়েছেন যে তাঁদের সংসারে নতুন সদস্য আসছে। তাঁরা দুই থেকে তিন হতে চলেছেন। কিন্তু কাজের চাপ, ব্যস্ততার জন্য নাকি স্ত্রীকে সময় দিতে পারেননি পরমব্রত। এবার তাই সন্তান আসার আগে কী সিদ্ধান্ত নিলেন?
আরও পড়ুন: ꦉ৩৫০০ ক্রিমিনালের মাঝে শাহরুখ-পুত্র! জেলে আরিয়ানকে কীভাবে বিপদের হাত থেকে বাঁচান আজাজ?
কী জানিয়েছেন পরমব্রত?
♏মে জুন মাসে ভূমিষ্ট হবে পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তীর প্রথম সন্তান। আর সেই জন্যই স্ত্রীকে সময় দেওয়া তো বটেই, সন্তানের বেড়ে ওঠার সাক্ষী থাকতে পিতৃত্বকালীন ছুটিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা। মে মাস থেকে এই ছুটিতে যাবেন পরমব্রত। কয়েক মাস থাকবেন ছুটিতে। যদিও এই সময় হাত ভর্তি কাজ অভিনেতার। কিন্তু সেগুলো সামলেও পরিবারকে সময় দিতে চান পরমব্রত।
🔯এই বিষয়ে আনন্দবাজারকে পরম জানিয়েছেন, 'আমরা যে বাবা মা হতে চলেছি সেটা ফেব্রুয়ারি মাসে জানিয়েছি। আমাদের সন্তান হয়তো জুন মাসে জন্য নেবে। কাজের সময় আমি পারিনি পিয়ার পাশে থাকতে যেটা হয়তো দরকার ছিল। আমি চাই সন্তানকে আমার চোখের সামনে বেড়ে উঠতে দেখতে। পাশে থাকতে চাই পিয়ার। ওঁর সঙ্গে সন্তানকে মানুষ করার দায়িত্ব কাঁধে কাঁধ মিলিয়ে ভাগ করে নিতে চাই।' অভিনেতার মতে স্ত্রী অন্তঃসত্ত্বা থাকার সময় স্বামীর কর্তব্য তাঁকে আগলে রাখা।
🌟যদিও পরম যতই বলুন যে তিনি পিয়াকে সময় দিতে পারছেন না, কিছুদিন আগে একটি সাক্ষাৎকারে গায়িকা তথা সমাজসেবী জানিয়েছেন, 'ব্যস্ততার মধ্যেও ও আমার শরীর মনের খেয়াল রাখছে।' তিনি এদিন এও জানান যে তাঁরা আগের মতোই এখনও গল্পগুজব সহ ভবিষ্যতের পরিকল্পনা সবটাই করছেন।
আরও পড়ুন: 𓆉ঝুলিতে রয়েছে ২৬ টা ফ্লপ, ১৯৯৮ সাল থেকে দেননি একটাও হিট! কে এই বলিউডের 'সবথেকে অসফল' পরিচালক?
পরমব্রত চট্টোপাধ্যায়ের কাজ
😼পরমব্রত চট্টোপাধ্যায়কে দর্শকরা শেষবার দেখেছেন সত্যি বলে সত্যি কিছু নেই ছবিতে। এরপর মুক্তি পেয়েছে তাঁর পরিচালিত ছবি এই রাত তোমার আমার। এপ্রিল মাসে নববর্ষের সময় মুক্তি পাচ্ছে সৃজিত মুখোপাধ্যায়ের কিলবিল সোসাইটি। সেখানে আনন্দ কর নয় মৃত্যুঞ্জয় কর হিসেবে ধরা দেবেন পরমব্রত চট্টোপাধ্যায়। এছাড়া বর্তমানে তিনি তেজপাতা নামক একটি ছবির শ্যুটিংয়ে ব্যস্ত। সেখানে তাঁকে দেখা যাবে ইশা সাহার সঙ্গে।