বক্স অফিসে ফাটিয়ে ব্যবসা করেছে ১১ অগস্ট মুক্তি পাওয়া দুটি হিন্দি ছবি গদর ২ আর ওএমজি ২। অক্ষয় কুমার ও পঙ্কজ ত্রিপাঠিকে নিয়ে এই ছবি সাফল্যের মুখ দেখে প্রথম সপ্তাহান্ত থেকেই। শুরুর দিন ব্যবসা ১০ কোটি হলেও, ছবি নিয়ে পজিটিভ রিভিউ ছড়িয়ে পড়েয় হলে বাড়তে থাকে দর্শক সংখ্যা। ১৩ দ🐠িনে অমি🐷ত রাই পরিচালিত ছবিখানা ১২৩ কোটির ব্যবসা করে ফেলেছে। তৃতীয় সপ্তাহান্তে এসেই আশা রাখা যাচ্ছে তা ঢুকে যাবে ১৫০ কোটির ঘরে।
‘ওএমজি ২’-এর সাফল্য দেখে অনেকের মনেই প্রশ্ন তাহলে কি আসবে ‘ওএমজি ৩’? সম্প্রতি এক সাক্ষাৎকার চলাকালীন তার আভাস দিয়ে গেলেন ছবির প্রথম সিক্যুয়েলে থাকা পরেশ রাওয়াল। জানালেন, ‘আমার নতুন চরিত্র করতে বেশি ভালো লাগে। তবে যদি পুরনো চরিত্রগুলো পুণরায় করার সুযোগ পাই, তাহলেও করব।’ ওমজি ৩-এ যদি ডাক পড়ে অভিনয় করবেন? তাতে পরেশের জবাব ‘হ্যাঁ এটা করবই।’ আর ওএমজি ৩ আসার সম্ভাবনা কতটা প্রশ্নে পরেশের জবাব ছিল, ‘হ্যাঁ ১০০ শতাংশ হবে।’ আরও পড়ুন: অগ্রিম বুকিং🐎য়ে ঝড়, মুক্তির আগেই আমেরিকায় ১.২ কো🎃টির ব্যবসা ‘জওয়ান’ শাহরুখের
ওএমজি-তে নাস্তিকের চরিত্রে দেখা গিয়েছিল পরেশকে। যাকে এক মামলায় পথ দেখাতে এসেছিলেন মর্তে স্বয়ং ভগবান। যে চরিত্রে ছিলেন অক্ষয় কুমার। উল্টো দিকে, ওএমজি ২-এর পঙ্কজ ত্রিপাঠি ঘোরতর আস্তিক। শিব পূজারী। আর সেই ব্যক্তির জীবনে অন্ধকার নেমে এলে মর্ত্যে আসেন শিব-রূপী ভগবান নিজে। এই ছবির সবচেয়ে বড় পজিটিভ দিক হল ছবিতে সেক্স এডুকেশন নিয়ে দেওয়া হয়েছে একটি গভীর বার্তা। যা আজকের তরুণ সমাজ শুধু নয়, পড়ুয়াদের বাবা-মায়েদের জন্যও খুব উপকারী। আরও পড়ুন: চন্দ্রযান নিয়ে ‘চাওয়ালা’ পোস্ꦆট বিতর্ক অতীত! 🔯ইসরোর বিজ্ঞানীদের কুর্নিশ প্রকাশের
কাজের সূত্রে, পরেশ রাওয়াল আর অক্ষয় কুমারের একসঙ্গে কাজ করার কথা রয়েছে হেরাফেরি ৩, ওয়েলকাম ৩-এর মতো ছবিতে। হেরাফেরির ৩ নম্🍒বর পার্টেও থাকছেন অক্ষয় কুমার, সুনীল শেট্টি আর পরেশ রাওয়ালের। আর ওয়েলকাম ৩-তে অক্ষয় কুমার, সঞ্জয় দত্ত, আরশাদ ওয়ারসি, সুনীল শেট্টি, দিশা পাটানি, জ্যাকলিন ফার্নান্ডেজ, পরেশ রাওয়াল। ছবির নাম হতে চলেছে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’।