শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস পরিণীতা নিয়ে কম কাজ হয়নি। ১৯৬৯ সালে মুক্তি পায় অজয় কর পরিচালিত ছবি। যেখানে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল সৌমিত্র চট্টোপাধ্যায় এবং মৌসুমী চট্টোপাধ্যায়কে। ১৯৫৩ সালে মুক্তি পায় বিমল কর পরিচালিত ছবি। যেখানে ছিলেন অশোক কুমার এবং মীনা কুমারীকে দেখা গিয়েছিল। ২০০৫ এ মুক্তি পায় বিদ্যা বালান, সইফ আলি খান অভিনীত পরিণীতা মুক্তি পায়। এবার আসছে এই একই কালজয়ী উপন্যাস অবলম্বনে নতুন সিরিজ যেটা মুক্তি পাবে হইচই প্ল্যাটফর্মে। এদিন প্রকাশ্যে এল তার প্রথম ♌ঝলক।
পরিণীতা সিরিজের টিজার
এদিন গৌরব চক্রবর্তী এই সিরিজের ঝলক পোস্ট করেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। সেখানে তিনি ক্যাপশনে লেখেন, 'বাংলা সাহিত্যের এক কালজয়ী উপন্যাস অবল🅷ম্বনে hoichoi Best of Bengal -এর দ্বিতীয় নিবেদন - প্রেম, পরিত্যাগ ও পরিণয়ের এক চিরন্তন কাহিনী, পরিণীতা।' টিজারে তাঁকে শেখরের চরিত্রে দেখা গেল। অন্যদিকে ললিতা হিসেবে ধরা দিলেন দেবচন্দ্রিমা সিংহ রায়। সিরিজটির পরিচালনা করেছেন অদিতি রায়।
স্বাধীনতা দিবসের দিন মুক্তি পাবে এই সিরিজ। স্বাধীনতা সংগ্রামের ঝলক থেকে পুরোনো কলকাতার ঝলক উঠে এল টিজারে। বাদ গেল এক ঝলক গিরীশের লুক। এই আসন্ন সဣিরিজের ঝলক প্রকাশ্যে আসতেই দর্শকরা জানিয়েছেন তাঁরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন এই সিরিজটির জন্য।