আর দিন কয়েক পরেই নতুন বাংলা বছর। তার আগে ইদ। চারিদিকে সাজো সাজো রব। কিন্তু এর মাঝেই শোকের পাহাড় নেমে এসেছে পার্নো মিত্রর জীবনে। প্রিয়জনকে হারিয়ে শোকস্তব্ধ নায়িকা। আরও পড়ুন-প্রেমের ইস্তেহার, বাগদানের চর্চা! শিগগিরই ৬ বছরের ছোট শোভনকে বিয়ে করছেন সোহিনী?
প্রাণের চেয়েও প্রিয় কোনও কিছু হারানোর যন্ত্রণা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন পার্নো। অভিনেত্রীর জীবনে ঘটে গেল ভীষণ যন্ত্রণাময় একটি মুহূর্ত। চারপেয়ে সন্তান কেদারনাথকে চিরতরে হারালেন পার্নো। আদর করে নিজের পোষ্যকে ‘কেদু’ বলে ডাকতেন অভিনেত্রী। তাঁর সঙ্গে কাটানো কিছু সুন্দর স্মৃতি সোশ্যালে তুলে ধরে অনুরাগীদের সঙ্গে নিজের মনের কষ্ট ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।
পার্নো মার্লি অ্যান্ডি মি ছবির একটি সংলাপ উদ্ধৃত করে লেখেন, ‘একটা কুকুর কখনই পরোয়া করে না তুমি গরীব না ধনী। বুদ্ধিমান না বোকা, চালক না মাথামোটা… তাঁকে শুধু নিজের হৃদয় দিয়ে ভালোবাসো, দেখবে সেও তোমাকে আকাশ সমান ভালোবাসায় ভরিয়ে দিয়েছে’।
৬ বছর আগে কেদারনাথকে দত্তক নিয়েছিলেন পার্নো। ল্যাব্রাডার প্রজাতির সারমেয় সে। তার আগের মালিকের ঘরে জায়গা হয়নি কেদারনাথের, দুষ্টু কেদুর কীর্তিও এদিন ফাঁস করেন পার্নো। জানান, পাড়া মাতিয়ে রাখতো কেদু। প্রতিবেশির ঘরে তার আচমকা প্রবেশ ছিল নিত্যদিনের ঘটনা। কারুর ঘর থেকে জুতো চুরি করত তো কারুর ঘর থেকে খাবার। পার্নোর সঙ্গে হাঁটতে বেরিয়ে সুযোগ পেলেই অপরিচিতদের গাড়িতে চড়ে বসত। অভিনেত্রী লেখেন, ‘আমার প্রিয় জামাকাপড়, জুতো থেকে গাড়ির চাবি চেবানোয় ওস্তাদ ছিল কেদু…. আমার সোনা বাচ্চাটা, আস্তে আস্তে ও হয়ে উঠেছিল আমার দুনিয়া।’