দেবপ্রতিম দাশগুপ্ত𒐪র পরিচালনায় ২৫ অক্টোবর মুক্তি পেতে চলেছে আবার আসিব ফিরে। ঋত্বব্রত মুখোপাধ্যায়, মীর আফসার আলি, 𓃲তুলিকা বসু রয়েছেন ছবির মুখ্য চরিত্রে। বুধবার ছিল এই সিনেমার মিউজিক লঞ্চ। আর সেই অনুষ্ঠানে ছিলেন ছবতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করা, বর্ষীয়ান অভিনেতা ফাল্গুনী চট্টোপাধ্যায়কে।
আবার আসিব ফিরে সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, ‘এই ছবির ইউএসপি হল বাঙালি🔜র ঐতিহ্য, বাংলা ভাষার গর্ব, সেগুলোকে ফিরে দেখা।’ এখানেই শেষ নয়, তিনি জান🎃ান, যেভাবে বর্তমান সময়ে বাঙালি নিজের ঐতিহ্যকে ভুলতে বসেছে, তা তাঁর মনে আঘাত করে।
ফাল্গুনী টলিউড অনলাইনকে বললেন, ‘আমি হয়তো আমার কথা বললে বুড়ো ꦚমানুষের কথা হয়ে যাবে। প্রাচীণ মানুষ বলে ছুঁড়ে ফলা হবে। বাঙালির বিয়ে হচ্ছে, সেখানে মেহেন্দি, সংগীত, লেহেঙ্গা। বাঙালির কোন ঐতিহ্যকে অন্য রাজ্য গ্রহণ করেছে আমি জানি না। গাড়ির মধ্যে সবসময় হিন্দি গান বাজছে। আমি সেটা মানা করছি না। কিন্তু মাতৃভাষাকে ভালোবেসে এবার তোমরা দেখ। আমরাꦜ বড় আত্মবিস্মৃত। সেটা আমার খারাপ লাগে।’
অভিনেতার সঙ্গে সহমত পোষণ করে এক নেটিজেন মন্তব্য করꦰেছেন, ‘একদম ঠিক। এখন বাঙালির কাছে বিয়েটা হয়ে গেছে ছবি তোলা আর ভিডিয়ো বানানোর অনুষ্ঠান। সেই আবেগটাই গায়েব। তাই তো চারদিকে এত ডিভোর্স।’
আবার আসিব ফিরে-র চিত্রনাট্য লিখেছেন দেবপ্রতি𝐆ম দাশগুপ্ত। সব মিলিয়ে মোট ৭৫টি চরিত্র রয়েছে ছবিতে। তাই নিঃসন্দেহে দর্শকরা এক অন্য ধরনের অভিজ্ঞতা পাবেন এই ছবি থেকে। ছবিতে ঋতব্রত, মীর ছাড়াও দেখা যাবে ফাল্গুনী চট্টোপাধ্যায়, রিয়াঙ্কা রায়, শঙ্কর দেবনাথ, তুলিকা বসু, শান্তিলাল মুখোপাধ্যায়, কমলেশ্বর মুখোপাধ্যায়, পার্থসারথি চক্রবর্তী, সুপ্রতিম রায় , পিয়া দেবনাথ,𓃲 শুভশ্রী গঙ্গোপাধ্যায়, লোকনাথ দে-দের।
এর আগে পরিচালক দেবপ্রতীম জানিয়েছিলেন, ছবিতে দেখা যাবে বিদেশ থেকে প্রথমবার বাংলায় আসে এক তরুণ। যার বেড়ে ওঠা বিদেশে। হাবভাব, উচ্চারণ সব দেখে দাদু বোঝেন, নাতি বাংলার কিছু জানেই না। এরপর নাতিকে নিজের মাটির সঙ্গে পরিচয় করাতে, নানা ছুতোয় তাকে সারা বাংলা ঘোরাতে থাকে। একেক জায়গার একেক রকম গান, প্রকৃতি দেখতে দেখতে নাতি ক্রমশ ভালোবেসে ফেলে বাংলাকে। এইসময়ই আসে কিছু বিপদ। রয়েছ꧃ে গুপ্তধনও। তবে আমেরিকা ফিরে যাওয়ার আগে সেই নাতিই বলে যায়, আবার আসিব ফিরে। এই নাতিই হলেন ঋতব্রত, আর দাদু ফাল্গুনী।