নাম দিব্যানি মণ্ডল। তবে তাঁকে 'ফুলকি' নামেই চেনেন টেলিভিশনের দর্শকরা। সম্প্রতি আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে পুজো ও পুজোর কেনাকাটা নিয়ে নানান কথা শেয়ার ဣকরেছেন দিব্যানি। ফুলকি জানিয়েছেন শ্যুটিংয়ের নিত্যদিনের ব্যস্ততার মাঝেই তিনি বন্ধুদের সঙ্গে নিয়ে কেনাকাটা করেছেন।
তবে টেলিভিশনের ಞপর্দায় রাধা-কৃষ্ণের একান্ত ভক্ত হিসাবেই পরিচিত 'ফুলকি' দিব্য়াণী। তবে ব্যক্তিগত জীবনেও দিব্যাণী কি রাধা-কৃষ্ণের ভক🦋্ত? এবিষয়েই দিব্যাণী মণ্ডল জানান, ‘রাধাকৃষ্ণ আমার বেস্ট ফ্রেন্ড। ওঁদের ঈশ্বর হিসাবে মানি ঠিকই, তবে তারও আগে ওঁরা আমার সবচেয়ে ভাল বন্ধু।’। আমি পুজোয় যতগুলো পোশাক পরি, ঠিক ততগুলো পোশাকই ওঁদেরও কিনে দিই।
তবে এবার পুজোর কী পরিকল্পন꧃া রয়েছে দিব্যাণী মণ্ডলের��?
এবিষয়ে অভিনেত্রী জানান, তিনি এবার দিল্লি গিয়ে কেনাকাটা করবেন। কারণ, পুজোর সময় তিনি পরিবারের সঙ্গে কাশ্মীর বেড়াতে যাচ্ছেন। তবে পুজোয় ছুটি কাটাতে গেলেও তাঁর অঞ্জলি দেওয়া বাদ যাবে না। জম্মুর এক মন্দিরে তিন🃏ি অষ্টমীর অঞ্জলি দেবেন বলে জানান।
প্রসঙ্গত, জি বাংলার ধারাবাহিক ‘ফুলকি’ হℱিসাবে অল্প সময়ের মধ্যেই জনপ্রিয়তার শিখরে পৌঁছেছেন দিব্যাণী। ধারাবাহিকে বক্সার হওয়ার লক্ষ্যে অবিচল তিনি। তবে কি জানেন বাস্ত𝄹বেও কিন্তু 'ফুলকি' মানে দিব্যাণী খেলাধূলায় পারদর্শী। অনেকেই হয়ত জানেন না ক্য়ারাটে গুরু দেবাশিস মণ্ডলের কন্যা তিনি। অভিনেত্রী নিজেও ক্যারাটেতে ব্ল্যাকবেল্ট। সেই কারণে সাবলীলভাবে পর্দায় মারপিটের দৃশ্যে অভিনয় করতে তাঁর একটুও অসুবিধা হয় না।
এখানেই শেষ নয়, ‘ফুলকি’ অর্থাৎ অভিনেত্রী দিব্যাণী মণ্ডলককে নিয়ে বেশকিছু তথ্য জানলে হয়ত অনেকেই অবাক হবেন। অভিনেত্রী মাত্র ১৫ বছর বয়স থেকে মাছ-মাংস ছোঁন না। সম্পূর্ণ নিরামিষ আহার করেন 'কৃষ্ণভক্ত' অভিনেত্রী থুড়ি কৃষ্ণ অবশ্য তাঁর বেস্ট ফ্রেন্ড। এমনকি শ্যুটিং সেটেও মাছ-মাংসের দৃশ্য থাকলে দিব্যাণীর জন্য মিষ্টি দিয়ে তৈরি মাছ বা মাংস আসে। নিজের পেশাগত দায়ি🌳ত্ব আর স্পিরিচুয়াল দিক বজায় রাখার চেষ্টা করছেন দিব্যাণী।
দিব্যাণীর বাড়িতে পাঁচটি গোপাল এবং একজন রাধা রয়ে💜ছেন। কৃষ্ণ-রাধা নিত্য পূজিত হন। বাড়ি থেকে কলকাতা আসবার সময়ও কৃষ্ণ ও 🍌রাধার কাঠের মূর্তি সঙ্গে এনেছেন দিব্যাণী। এর আগে তিনি জানিয়েছিলেন, কৃষ্ণের নাম জপ করেই তিনি মনঃসংযোগ করেন আর তাতে কাজে আরও মনযোগ বাড়ে।