মুম্বই মেট্রো সহ দেশের বিভিন্ন প্রান্তের মেট্রো, ব﷽াস, ট্রেন, ট্রামে রিল বানানোর বা একটু হাটকে কিছু করার হিড়িক পড়েছে যেন। তেমন ভাবেই সম্প্রতি মুম্বই মেট্রোতে কিছু ব্যক্তি জয় শ্রী রাম ধ্বনি তোলেন। গান বেশ কিছু গরবার গান। আর সেই ভিডিয়ো ভাইরাল হতেই সহনাগরিকদের তুলোধোনা করলেন পূজা 𒐪ভাট।
আরও পড়ুন: সলমনের পর এবার বিষ্ণোই গ🌠্যাংয়ের নিশানায় মুনাওয়ওার ফারুকি! হুমকি পেলেন স্ট্যান্ড আপ কমেডিয়ান
কী ঘটেছে?
কুণাল পুরোহিত নামক এক ব্যক্তি সম্প্রতি একটি ভিডিয়ো এক্স হ্যান্ডেলে পোস্ট করেন। সেখানে তি🧔নি ক্যাপশনে লেখেন, 'এটাই আসল হিন্দুত্ব পপ মিউজিক। শহরের হোক বা গ্রামের, যে কোনও ক্লাসের হোক সবার মধ্যেই এটা সমান জনপ্রিয়। হিন্দুত্ব পপ সব জায়গায়।' এই ভিডিয়ো পুনরায় শেয়ার করে সেটার বিরোধিতা করেছেন পূজা ভাট।
কী লিখলেন পূজা?
পূজা এই পোস্ট শেয়ার ক🧜রে লেখেন, 'কোনও পাবলিক জায়গায় এটা কীভাবে কেউ অ্যালাও করতে পারে? হিন্দুত্ব পপ বাকি ক্রিসমাস ক্যারল নাকি বলিউড ব্লকবাস্টার বা অন্য কিছু সেটা ম্যাটার করে না। পাবলিক স্পেসকে এভাবে ভুলভাল ভাবে ব্যবহার করা যাবে না। অথরিটি কীভাবে অনুমতি দিচ্ছে? নাও এবার অপমান করো।'
তিনি এদিন আরও লেখেন, 'আমরা যদি বেসিক নিয়ম না মানতে পারি 🍨তাহলে আইন কানুন সঠিক ভাবে মানা হবে দেশে সেটা আশা করা বৃথা। সমস্ত রাজনৈতিক দলের বেআইনি হোর্ডিং যেগুলো শহরে, মেট্রোতে ছড়িয়ে আছে সেগুলো পার্টি জোন যেন না হয়ে যায়। রাস্তার মাঝে বাজি ফাটানো হয়।'
আরও পড়ুন: ইন্ডিয়ান ☂আইডলে মুম্বই কাঁপাতে হাজিꦐর ময়ূরী, রাগ চর্চা শুনে মুগ্ধ শ্রেয়া ফাঁস করলেন গোপন কথা!
প্রসঙ্গত পূজা ভাট হলেন বলিউডের অভিনেত্রী, আলিয়া ভাটের দিꦑদি এবং মহেশ ভাটের মেয়ে। তাঁকে শেষবার বিগ 🐈বস OTT ২ তে দেখা গিয়েছিল। আগামীতে তাঁকে আমাজন প্রাইম ভিডিয়োর বিগ গার্লস ডোন্ট ক্রাই সিরিজে দেখা যাবে স্কুলের প্রিন্সিপালের চরিত্রে।