ভালো নেই পরিমনির দেড় বছরের শিশুপুত্র রাজ্য ওরফে পদ্ম। দিন কয়েক আগেই ছেলের 🍸অসুস্থতার খবর ফেসবু𝓰ক পোস্টে জানিয়েছিলেন বাংলাদেশের এই বিতর্কিত নায়িকা। খাদ্যে বিষক্রিয়ার জেরে পরিমনি, তাঁর ছেলে পদ্ম-সহ বাড়ির আরও অনেকেই অসুস্থ হয়ে পড়েন বলে জানিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু পদ্ম খুবই অসুস্থ, জানিয়েছিলেন পরী।
টানা সাত দিন ঢাকার এক হাসপাতালে 🔯চিকিৎসাধীন ছিল পরীমনি-পুত্র। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসার জন্য ছেলেকে নিয়ে কলকাতায় ছুটে এসেছেন পরীমনি। বুধবার সন্ধ্যায় ঢাকা থেকে কলকাতায় আসেন পরীমনি। জানা গিয়েছ🐠ে রাজ্যর শরীরে দু-রকমের ভাইরাস মিলেছে।
কিছুদিন আগেই ফেসবুক পোস্টে পরীমনি জানিয়েছিলেন, রাস্তার পাশের দোকানের ফল খেয়ে অসুস্থ হয়ে পড়েন তাঁরা। পারিবারিক অনুষ্ঠানের জন্য গত ৩ জানুয়ারি পিরোজপুরে গিয়েছিলেন পরীমনি। ১১ জানুয়ারি ঢাকায় ফেরেন𒈔। ফেরার পথেই🌄 রাস্তার পাশের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন পরিমনি ও পদ্ম। বুধবার পরিমনির কলকাতায় আসার কথা ফেসবুক পোস্টে জানান প্রযোজক চয়নিকা চৌধুরী।
মায়ের মতোই পরীকে আগলে রাখেন চয়নিকা। তিনি ফেসবুকে লেখেন,‘হাসপাতালে টানা সাত দিন থাকার পর ছেলের চিকিৎসার জন্য কলকাতার পথে পরীমনি। পদ্ম খুব খুব অসুস্থ। তার দুইটা ভাইরাস ধরা পড়েছে। পরীও পুরোপুরি সুস্থ না। কিন্তু কিছুই করার নেই। আপনারা সবাই পদ্মর জন্য পরীর জন্য দোয়া করবেন। যেন♋ আমাদের আদরের বাচ্চাটা সুস্থ হয়ে ফিরে আসে। পদ্ম খুব কষ্ট পাচ্ছিল। অনেক কান্না পাচ্ছে তোমাদের এয়ারপোর্টে বিদায় দেওয়ার সময়।’
চয়নিকা আরও যোগ করে🅘ন, ‘পরী, আমি জানি তুমি ফাইটার। তুমি অনেক বুদ্ধিমতী, তুমি অনেক ধৈর্যশীল। তুমি একাই সব পারবে। আমি শিওর। তুমি জয়ী হয়েই আসবে। তোমার ছেলে বড় হয়ে তোমার এই জীবনের গল্প মনে রাখবে আর গর্ব অনুভব করবে।’
প্রসঙ্গত, পরিমনী ও তাঁর 𓆉পঞ্চম স্বামী শরীফুল রাজের একমাত্র পুত্র রাজ্য। গত বছরেই শরীফুলের সঙ্গে বিচ্ছেদ হয় পরিমনীর। একাই ছেলেকে বড় করে তুলছেন পরিমনি। গত কয়েক মাসে নায়িকার জীবনে বিরাট ঝড় বয়ে গিয়েছে। ছোটবেলায় বাবা-মা'ক হারানো পরিমনীকে মানুষ করেছেন যে দাদু, তিনিও মৃত। নভেম্বরে প্রয়াত হন পরিমনীর নানা।
এদিকে ১৯ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে পরীমনি অভিনীত নতুন সিনেমা ‘কাগজের বউ’। এ ছবির পরিচালকও চয়নিকা চৌধুরী। এই ছবির সাংবাদিক বৈঠকে ছেলের অসুস্থতার জন্য𓆏ই হাজির হননি পরিমনী।