লস অ্যাঞ্জেলেসে আরআরআর ছবিটির একটি বিশেষ প্রদর্শনী ছিল ১৭ জানুয়ারি। মঙ্গলবার এই ছবির বিশেষ প্রদর্শনীর সঞ্চালনা করেন দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া। তিনি আরআরআর🌳 ছবির দলের সঙ্গে যোগদান করেন এই ছবির প্রচারের জন্য। বর্তমানে এসএস রাজামৌলি এবং তাঁর টিম লস অ্যাঞ্জেলেসে আগামী ৯৫ আকাদেমি পুরস্কারের জন্য প্রচা চালাচ্ছেন। আর সেই প্রচারে এবার নাম লেখালেন প্রিয়াঙ্কা চোপড়া।
১৭ জানুয়ারি এই ছবির যে বিশেষ প্ꦜরদর্শনীর ব্যবস্থা করা হয়েছিল সেখানে সঞ্চালনার গুরুভার সামলান প্রিয়াঙ্কা চোপড়া। এরপর তিনি 📖তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই ছবির বিষয়ে নিজের অনুভূতি দর্শকদের সঙ্গে ভাগ করে নেন।
অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রাম স্টোরিজ এব🥀ং টুইটারে তাঁর এবং আরআরআর ছবির পরিচালক এবং মিউজিক কম্পোজারের সঙ্গে একটি ছবির শেয়ার করেন। তিনি এসএস রাজামৌলি এবং এমএম কিরাবাণীর সঙ্গে ছবিটি শেয়ার করে লেখেন, 'ভারতীয় ছবির এই দুর্দান্ত সফরে আমি আমার তরফে যেটুকু করতে পারি। আরআরআর ছবি, এসএস রাজামৌলি, অজয় দেবগন, এমএম কিরাবাণী, রাম চরণ, আলিয🌊়া ভাট, প্রেম রক্ষিত, কাল ভৈরব, চন্দ্র বোসকে জানাই অনেক শুভেচ্ছা এবং শুভ কামনা।'
এসএস র𝕴াজামৌলি আবার তাঁর এই পোস্ট শেয়ার করেন। তিনি লেখেন, 'তুমি বিশ্বের একজন সুপারওম্যান। 🍌তোমার এই দুর্দান্ত কথায় মন ভরে গেল। ধন্যবাদ প্রিয়াঙ্কা আমাদের শোয়ের সঞ্চালনা করার জন্য এবং তোমার শুভেচ্ছার জন্য।'
১২ জানুয়ারি ভোট♋ দান পর্ব শুরু হয়েছে এবং ১৭ জানুয়ারি সেটা শেষ হল অস্কারের জন্য ছবিগুলোকে মনোনীত করার জন্য। অস্কার🏅ের জন্য যে ছবিগুলো মনোনীত হয়েছে যে যে বিভাগে সেটা আগামী ২৪ জানুয়ারি প্রকাশ করা হবে।
আরআরআর ছবিটি আপাতত ৮০ তম গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ড জিতেছে নাটু নাটু গানের জন্য। সেটা 🦹অরিজিন্যাল গান বিভাগে এই পুরস্কার পেয়েছে। ক্রিটিক্স চয়েজ অ্যাওয়ার্ড পেয়েছে এই ছবিটি সেরা বিদেশি ভাষার ছবি এবং সেরা অরিজিন্যাল গান বিভাগে। ছবি এখন অস্কার এবং বাফতা পুরস্কারের জন্য লড়াই চালাচ্ছে।
তবে এটাই প্রথমবার নয় যখন প্রিয়াঙ্কা কোনও অস্কার মনোনীত ছবির বিশেষ স্ক্রিনিংয়ের সঞ্চালনা করলেন। 𝔍এর আগে তিনি গত সপ্তাহে দ্য লাস্ট ফিল্ম শোয়ের সঞ্চালনা করেছিলেন। একই সঙ্গে সেই শোয়ের পর তাঁকে ডিনার পার্টিতেও দেখা গিয়েছিল।