ꦓ ল্যাম্বারগিনি পিষে দিল কুকুরকে। সম্প্রতি, এমনই একটি ভিডিও ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। অভিযুক্ত অর্থাৎ যিনি ল্যাম্বারগিনি চালাচ্ছিলেন, তিনি হলেন পুণের নাগারকার জুয়েলার্সের মালিক প্রসাদ নাগারকর। ঘটনাটি ঘটেছে ৫ অগস্ট পুণের গুডলাক চকে। ঘটনাটি প্রকাশ্য দিবালোকেই ঘটে। পুরো ঘটনা CCTV ফুটেজে ধরা পড়েছে। সেই ভিডিয়োটির ভিত্তিতে সমাজকর্মী নীনা রাই নগরকারের বিরুদ্ধে ডেকান থানায় অভিযোগ দায়ের করেন, এরপরই তাঁকে অল্প সময়ের জন্য গ্রেফতার করা হয়।
🐠অভিযোগ, কুকুরটিকে পিষে মারার পরও গাড়ি থামাননি। পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পরই আমরা অভিযুক্ত নাগারকার জুয়েলার্সের মালিক প্রসাদ নাগারকরকে গ্রেফতার করি, তাঁর ল্যাম্বারগিনি গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়। তবে বর্তমানে তিনি জামিনে মুক্ত। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির পশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।
🔯আরও পড়ুন-Exclusive Raj Chakraborty: রকি অউর রানি বাংলায় হলে চলত না, আমরা হিপোক্রিট: রাজ
♛এদিকে ইতিমধ্যেই 'স্ট্রিট ডগস অফ বোম্বে (Street Dogs of Bombay) এবং ফাইট অ্যাগেনস্ট অ্যানিমাল ক্রুয়েলটিস (Fight Against Animal Cruelties)-এর যৌথ উদ্যোগে ঘটনার নৃশংসতার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। যেখানে দেখা যায়, কুকুরটি প্রসাদ নাগারকরের গাড়ির উদ্দেশ্যে ঘেউ ঘেউ করার কারণে, তিনি তাকে পিষে মারেন। অভিযোগ কুকুরটি তাঁর দামি গাড়ি দেখে ঘেউ ঘেউ করছিল, সেই রাগেই তাকে পিষে মারা হয়। তাই এই ঘটনাটি নিছকই দুর্ঘটনা নয়, এটাকে খুন হিসাবেই দেখার দাবি করেছেন অভিযোগকারী প্রত্যক্ষদর্শীরা।
ಌজানা যাচ্ছে, এই ঘটনায় ২৭৯ এবং ৪২৯ ধারায় অভিযুক্তের খুব বেশি হল ৩ বছরের জেল হতে পারে। তবে সেই শান্তি যাতে ৭ বছর পর্যন্ত করা যায়, তারই চেষ্টা চলছে বলে জানিয়েছেন অভিযোগকারী সমাজকর্মীরা।