পর্দার রোমান্টিক হিꦺরো, আর মাধবন বাস্তবেও বেশ রোম্যাꦬন্টিক। ভালোবাসা আন্তরিকতায় স্ত্রী সরিতাকে নিয়ে করলেন ২৫তম বিবাহবার্ষিকীর উদযাপন। ৬ই জুন বৃহস্পতিবার, একটি ক্যান্ডেললাইট ডিনারের মধ্যমে নিজেদের দাম্পত্য জীবনের এই বিশেষ দিনকে করলেন উদযাপন। ছবিতে দেখা যাচ্ছে, টেবিল ভরা সুস্বাদু খাবার। একে-অপরকে চকোলেট কেক খাইযে দিতেও দেখা গেল দুজনকে।
আরও পড়ুন: ಞ(কে বলবে ২ সন্তানের মা! ꦰজলের ধারে বিকিনিতে শুভশ্রী, সঙ্গে ইউভান-রাজ, ইয়ালিনি নামল পুলে?)
আর মাধবন বিবাহবার্ষিকী উপলক্ষে গিয়েছিলেন শিল্পা শেট্টির হাই প্রোফাইল রেস্তোরাঁতে। অভিনেতা তাঁদের বিয়ের জন্মদিন উদযাপনের বিশেষ মুহূর্ত শেয়ার করেন। অন্য দিকে, ছেলে বেদান্ত শুভেচ্ছা জানায় মা-বাবাকে বিবাহবার্ষিকীর। মাধবন-সরিতার ছবি পোস্ট করে লেখেন, ‘শুভ ২৫তম বার্ষিকী। দিনটি ভালো কাটুক এবং বারবার ফিরে আসুক।’ আর মাধবন ইনস্টাগ্রামে সেই ছবিটি পুন♐রা🌞য় শেয়ার অর্থাৎ রিপোষ্ট করে লিখেছেন, ‘তুমি আমাদের জীবনের সবচেয়ে বড় উপহার এবং আশীর্বাদ’।
আরও পড়ুন: (দীপিকা থেকে আলিয়া, নিজের বেবি বাম্প নিয়ে ও ফ্যাশনღে বাজিমাত করেছেন যে বলি মায়েরা)
অপরদিকে, শিল্পা শেট্টি কুন্দ্রার স্বামী রাজ কুন্দ্রা এই দম্পতির সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করেছেন এবং বিশেষ দিꦆনে তাঁদের শুভেচ্ছা জানিয়েছেꦿন। ‘শুভ ২৫ তম বিবাহ বার্ষিকী। লাভ ইউ বন্ধুরা।’
আর মাধবন এবং সরিতার প্রেমের গল্প যেন বলিউডের কোনও রোম্যান্টিক ছবি। ৯০-এর দশকের গোড়ার দিকে এℱকটি পাবলিক স্পিকিং ওয়ার্কশপের সময় তাঁদের একে অপরের সঙ্গে প্রথম দেখা হয়। দীর্ঘদিন ডেট করার পর, এই দম্পতি ১৯৯৯ সালে গাঁটছড়া বাঁধেন।
বড় পর্দায় মাধবনের শেষ উপস্থিতি ছিল ‘শয়তান’ ছবিতে । অতিপ্রাকৃত হরর ছবিতে তিনি বনরাজ কাশ্যপ নামক ভিলেনের ভূমিকায় অভিনয় করেছিলেন। বিকাশ বহেল পরিচালিত ছবিতে অজয় দেবগন, জ্যোতিকা এবং জানকি বোদিওয়ালাও মুখ্য ভূমিকায় অভিনয় করেন। ‘শয়তান’ হল গুজরাটি ফিল্ম ‘ভাশ’- এর রিমেক । এটি একটি পরিবারের চার জনের গল্প, যেই পরিবারে অলৌকিক ক্ষমতার অধিকারী এক ব্যক্তি হঠাত্ই উপস্থিত হয়ে সৃষ্টি করে ভয়ানক সব ঘটনাবলী। আর মাধবনকে এরপর ‘আমরিকি পন্ডিত’, ‘অধীরশতাসালি’, ‘টেস্ট’ এবং ‘শঙ্করা’-র মতো ছবিতে দেখা যাবে বলে আশা করা হচ্ছে।